Posts

Showing posts from August, 2019

PART: 20 || #WBCS #2020 20 TH OF #MAINS SERIES

এনভায়রনমেন্টাল সায়েন্স। এখানে প্রশ্ন হবে উদাহরণ ভিত্তিক।ধারণাভিত্তিক, দৈনন্দিন ঘটনা, বিভিন্ন একসেপশন নিয়ে। ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রশ্ন বেশী। নীচের চ্যাপ্টার গুলো দেখে যাও কোনো মাধ্যমিকের বই থেকে। এখানে সি বি এস ই অথবা আই সি এস ই র বই থেকেও পড়তে পারো। মোটামুটি ওই সিলেবাস ই আছে। নীচের বিষয়গুলো দেখে যাও। আর অবশ্যই ইংরেজি ভাষায় পড়ো। Our Environment About Environmental Science What do we understand by ‘Environment’? What does the study of Environmental Science involve? main environmental problems resource depletion, pollution and extinction of species. root of environmental problems. Population crisis and consumption crisis. A sustainable world. Concept of sustainability to be explained; sustainable societies to be discussed. Living things in Ecosystems Concept of ecosystems to be explained; biotic and abiotic structures, organisms and species; populations, communities. Habitat and ecological niche. To be discussed in terms of address and function. species interac...

PART: 19 || #WBCS #2020 19TH OF #MAINS SERIES

আজ এসো , দেখেনি কেমিস্ট্রি কি পড়বে। এখানে প্রশ্ন হবে উদাহরণ ভিত্তিক। দৈনন্দিন ঘটনা, বিভিন্ন একসেপশন নিয়ে। ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রশ্ন বেশী। নীচের চ্যাপ্টার গুলো দেখে যাও কোনো মাধ্যমিকের বই থেকে। Chemical Substances - Nature and Behaviour Chemical reactions: Chemical equation, Balanced chemical equation, implications of a balanced chemical equation, types of chemical reactions: combination, decomposition, displacement, double displacement, precipitation, neutralization, oxidation and reduction. Acids, bases and salts: Their definitions in terms of furnishing of H+ and OH- ions, General properties, examples and uses, concept of pH scale(Definition relating to logarithm not required), importance of pH in everyday life; preparation and uses of sodium hydroxide, Bleaching powder, Baking soda, Washing soda and Plaster of Paris. Metals and non metals: Properties of metals and non-metals, reactivity series, formation and properties of ionic compounds, basic metallurgical processe...

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES

বন্ধুরা, আজ এসো দেখেনি সায়েন্স কিভাবে পড়বে। বি সি এসের মেনে সায়েন্স পেপারে থাকে 200। এখানে ফিজিক্স , কেমিস্ট্রি , বায়োলজি , এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যাটিক জি কে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, ও টেকনোলজির কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। আমি বিগত সতেরোটা পোস্ট ধরে তোমাদের আশা করি বোঝাতে পেরেছি তোমরা কোন সাবজেক্টকে বেশী জোর দিয়ে পড়বে এবং কেন। সেই সুত্রে এও দেখিয়েছিলাম যে আমরা আপাতত সবচেয়ে বেশি নম্বরের সাবজেক্টগুলো আগে শেষ করবো। ততদিন সায়েন্স চলবে সপ্তাহে একদিন। কিন্তু এও মনে রেখো সায়েন্স টাও পড়বো আমরা ভালো করে। বেশি নম্বরের সাবজেক্ট গুলো শেষের পথে যত যাবো তত এইদিকে আমরা একটু করে সময় বাড়াবো। এবার প্রশ্ন হল কতোটা ভেতরে ঢুকে পড়বো সায়েন্স? তোমরা কয়েকটা বিষয় ভালো করে ভাবো। 1। একটা সায়েন্স টেকনোলজি পেপারে সাবজেক্ট তো সাতটা। নম্বর 200। তাহলে গড়ে প্রতি সাবজেক্টে হয় কমবেশি 30। কিন্তু আবার পেপার দেখলে বুঝতে পারবে যে কোনো সালে হয় ফিজিক্স বেশি। নইলে কেমিস্ট্রি বেশি নইলে বায়োলজি বেশি। কোন ইয়ারে কোনটা বেশি এটাও কিন্তু জোর করে বলা যায় না। তাহলে এই পেপারে ভালো নম্বর পাওয়ার জন্য সাতটা সাবজেক্টেই সম...

PART: 17 || #WBCS #2020 17TH OF #MAINS SERIES

বন্ধুরা এসো আজ দেখেনি খবরের কাগজ কীভাবে পড়বে। তোমরা আগেকার 16টা পোস্ট একটু খুঁজে দেখো। কেননা আবার শুরু থেকে পোস্ট দেয়া সম্ভব না। গত কয়েকদিনে অনেকে দেখা করতে এসেছে।আশা করি এই পরীক্ষা নিয়ে অনেকের ধারণা পরিস্কার করতে পেরেছি।সেখানে আরেকটা বিষয় দেখলাম যে তোমরা খবরের কাগজের ওপর সেভাবে জোর দিচ্ছোনা। আর অদ্ভুতভাবে এই বিষয়টাই এই পরীক্ষাতে সবচেয়ে বেশী দরকার। কেন সেটা একটু ভেঙ্গে বলি। সিভিল সার্ভিস পরীক্ষায় সবচেয়ে বেশি দরকার খবরের কাগজ। এটা বাদ দিলে চাকরী পাওয়ার অর্ধেক সম্ভাবনা শেষ।কেননা দেখে নাও কাগজ থেকে কিসে কিসে হেল্প হবে। .. 1> প্রিলি আর মেনের কারেন্ট অ্যাফেয়ার্স।প্রায় 50 নম্বর। 2> ডেসক্রিপটিভ ইংরেজি আর বাংলা। প্রায় 240 নম্বর। 3)ভোকাব্যুলারি 25 নম্বর। 3> পারসোনালিটি টেস্ট আর grooming. 200 নম্বর। এই চারটে মিলিয়ে প্রিলি , মেইন আর পারসোনালিটি টেস্ট নিয়ে প্রায় 500 র বেশী নম্বর শুধু কাগজ থেকে করা যাবে। WBCS হতে গেলে সবচেয়ে বেশি দরকার নিজের চারপাশটা ভালো করে জানা। সেখান থেকেই যাবতীয় প্রশ্ন শুরু। সেখান থেকেই পারসোনালিটি টেস্টে প্রথম ইমপ্রেশন তৈরি হয়। আর এইটুকু জায়গাতে...

PART: 16 || #WBCS #2020 16TH OF #MAINS SERIES

মেন পরীক্ষার অঙ্ক আর রিজনিং। বন্ধুরা, এসো আজ দেখে নি অঙ্ক আর রিজনিং নিয়ে কি করা যেতে পারে। মেনে এই দুটো সাবজেক্ট থেকে 200 নম্বর আসবে । আর এই পেপারে ঠিক করে দিলে অনেক নম্বরও পাওয়া যায়। অনেকে এই পেপারে আত্মবিশ্বাস পায়না। ফলত তারা এটা এড়িয়ে চলাই পছন্দ করে। কিন্তু বিশ্বাস করো এড়িয়ে না গিয়ে যদি তোমরা এটাকে ফেস করো। একটু ধৈর্য ধরে অভ্যাস করো তাহলে স্বচ্ছন্দে এখানে নম্বর তোলা যায়। আর এই পেপার খারাপ হলে সেটা ম্যানেজ দেয়া কিন্তু কষ্ট। কেননা মনে রেখো অনেকে এই পেপারে অনেকটাই নম্বর তুলবে। সেখানে তুমি পারুনা বলে এড়িয়ে তো যেতেই পারো। কিন্তু তাতে লাভ কিছু হবেনা। আর তুমি অঙ্ক পারোনা এই সিদ্ধান্ত নেবার অধিকার কে দিয়েছে তোমাকে। রোজ যদি খেতে ঘুমাতে পারো। হাসি ঠাট্টা করতে পারো, বা প্রেম, তাহলে অঙ্কও চেষ্টা করতে পারবে। মনে রাখো। আমি জাস্ট চেষ্টা বলেছি। সেটা করার আগে হেরে যেওনা। গত দু বছরে অঙ্কতে শুধু পাটিগণিত আসছেনা। আরও বেশ কিছু আসছে। জি আই ও ধরণ পাল্টেছে। তাই কি করতে হবে। সেটা আগে দেখি। দিয়ে দেখবো কিভাবে করবে। অঙ্ক। NUMBER, HCF AND LCM, DECIMAL, SIMPLIFICATION, AVERAGE, ROOTS, NUMBER SYSTE...

PART: 14 || #WBCS #2020 14TH OF #MAINS SERIES

মেন পরীক্ষার ভূগোল কীভাবে পড়বে। কথা হল পড়াশোনার ব্যাপারেও নতুনত্ব থাকে। কেউ ভাবে যে সে ঠিক মত মনে রাখতে পারছেনা। তার জন্যে পড়াটাকে টেবিলের মতন করে সাজিয়ে শোবার ঘরে ঝুলিয়ে রেখেছে। রোজ সকালে উঠে সেটা একবার করে চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। আঞ্চলিক ভূগোলের দরকারী জায়গা গুলো ম্যাপে পয়েন্ট করে সেটা পড়ার টেবিলে রাখা যেতে পারে। তাহলে দেখতেই পাচ্ছো যে উপায় অনেক। শুধু যেটা দরকার সেটা হল ভালোবাসা। শুধু যে কোন একটা চাকরি আর wbcs এর মধ্যে একটা ফারাক তো থাকবেই। যে শুধু wbcs নিয়ে স্বপ্ন দেখেছে সে শুধু যে কোন একটা চাকরিতে কখনোই খুশী হবে না। আর সত্যি বলতে কি wbcs এর পড়াশোনা করে থাকলে পশ্চিমবঙ্গের কোন চাকরীর পরীক্ষা আটকায় না। তালে যে যেভাবে পারছে ভালোবেসে পড়ছে আর সেইটা তাকে চালিয়ে নিয়ে যেতে হবে। সকাল হলে সকাল, রাত হলে রাত। যেখানে যেমনি সুবিধা হবে সেরকম। মনে রেখো । হাতে কলমে চাকরী করার আগে এই বিশ্বাসটুকু করো যে তুমিও সেই উচ্চতায় উঠবার যোগ্য দাবিদার। আগে ঠিক করে নাও যেটা তোমরা করতে যাচ্ছো সেটাই তোমার priority কিনা। যদি তাই হয়। সেটার শেষ দেখতেই হবে । আর কোনো উপায় নেই। যাই হোক ভূগোল প্রিলিমিনারি ...

PART: 13 || #WBCS #2020 13TH OF #MAINS SERIES

prelim and mains ইকনমিক্স কীভাবে পড়বে। আমার বিশ্বাসে কোনো একটা বিষয়ে ভালো করে শিখতে গেলে আগে টেক্সট বই পড়তে হবে।এখানে কোনো রকম খামতি থাকলে চলবেনা। এখন মেনে যেরম প্রশ্ন আসে তাতে টেক্সট পড়তেই হবে।বিশেষ করে ইতিহাস , ভূগোল, পলিটি, অর্থনীতি এগুলো। নালে 400তে ভালো নম্বর কিছুতেই আসবেনা। সপ্তাহে অন্তত দুদিন জায়গা করে এই বিষয়টা পড়তে হবে।বুঝে বুঝে। যেমন ধরো। How Inflation Impacts investments in the economy...?? কী হবে এর উত্তর। inflation বাড়লে লোকের হাতে খরচ করবার মত টাকা বেশী আসছে। যাকে বলে disposable income । সেটা যদি বাড়ে তাহলে সেই টাকা সে যেকোনো কাজে লাগাতে পারবে। আর সেটা লাগালে investment বাড়বে। তাতে মানুষের হাতে কাজও আসবে। অর্থাৎ employment বাড়বে। সেটা বাড়লেই প্রোডাকশন বাড়বে। তাহলে রপ্তানি বাড়ারও সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় ধরো 1991 এর ইকনমিক রিফর্ম।এটা কেন দরকার পড়েছিল। ভারতের অর্থনীতিতে প্রোডাকশন কমেছে। রপ্তানি কমেছে। ফিসকাল ডেফিসিট unemployment , BOP crisis সব একসাথে চলছে। বিদেশি মুদ্রা আয় কমেছে। তখন ভারত IMF এর কাছে লোন নিতে গেল।তারা ভারতীয় অর্থনৈতিক নীতির দুর্বলতাগুলো দেখি...

PART: 12 || #WBCS #2020 12TH OF #MAINS SERIES

the constitution of India for prelim and main. বন্ধুরা এটা পড়বার পর কোনো সমস্যা হলে বলতে পারো। মনে রেখো একটা মাত্র সাফল্য তোমাদের সব সমস্যা সমাধান করে দেবে।তাই কখনোই হেরে যাবে না। আত্মবিশ্বাস হারিও না। এবার সংবিধানের কি পড়বে আর কীভাবে। প্রথমেই বলি সংবিধান পড়া মানে শুধু article মুখস্থ করা নয়। ধরো,,, 280 ধারা। এখানে আছে তো শুধু finance commission। কিন্তু, এটাও আমাদের জানতে হবে এই কমিশন কি এত হাতিঘোড়া করে। এসো দেখি। 1. Finance commission Decides about the ratio of distribution of tax proceeds between centre and states. 2.it advices the President of India Augmentation of consolidated fund of India ei ধরনের। ধরো ধারা 72। এখানে রাষ্ট্রপতির মাপ করবার ক্ষমতা । কিন্তু ভেবে দেখবার বিষয় হচ্ছে এই মাপ করা কত রকমের হয়। Perdon, Remission, Respite, Commutation রাজ্যপাল আর রাষ্ট্রপতির ক্ষমা করবার মধ্যে কি তফাত। এগুলোও কিন্তু দেখবার বিষয়। ধারা 108। জয়েন্ট সিটিং। এটা হলে এগুলোও দেখা দরকার যে বিল কত রকমের। কোন বিলের জীবনচক্র কিরকম। এবং পার্লামেন্টে লোকসভা আর রাজ্যসভার গুরুত্ব ...

PART: 11 || #WBCS #2020 11TH OF #MAINS SERIES

বন্ধুরা, এসো আজ দেখে নি WBCS এর মেনের জন্য ইতিহাস কীভাবে পড়বে। এতদিন বাংলা আর ইংরেজির কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।প্রয়োজনমতো সেই পর্বে আবার ফেরা যাবে। আপাতত এই পরীক্ষাতে সবচেয়ে বেশি অবজেকটিভ প্রশ্ন যে বিষয়টায় আছে সেটা নিয়ে একটু চোখ বুলিয়ে নেবো। ইতিহাস সবটাই প্রায় তথ্যনির্ভর। প্রচুর সাল তারিখ মনে রাখার হ্যাপা। ঘটনার ক্রোনোলজি , কারন, ফলাফল সবকিছুতেই তথ্য আর তথ্য। আর সিলেবাসটাও বিরাট। সেখানে মনে রাখা, বিশেষ করে ঘটনাক্রম অনুযায়ী কার্যকারণ সহ মনে রাখা সত্যিই সমস্যা। তাহলে কীভাবে পড়বো ইতিহাস। সবার আগে এসো দেখে নিই কোন কোন টপিক কভার করতি হবে। ইতিহাসের উপাদান। হরপ্পা সভ্যতা। বৈদিক সভ্যতা। ষোড়শ মহাজনপদ। এর মধ্যে, অঙ্গ, কাশি, কোশল, মগধ, বৃজি, মল্ল, বৎস, কম্বোজ, গান্ধার, অশ্মক, অবন্তী। মগধে, হর্ষঙ্ক, শৈশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ। বৌদ্ধ জৈন ধর্ম। আজীবিক। ইন্দো গ্রীক। কুষাণ। দক্ষিণ ভারতে, সাতবাহন, চোল, চালুক্য(বাতাপী, বেঙ্গি, কল্যাণ, পশ্চিম) পহ্লব, রাষ্ট্রকুট, প্রতিহার, ইক্ষাকু , কাকতীয়, হোয়েসল। দক্ষিণ ভারতে শুধু বিখ্যাত রাজা, যেটা বৃহত্তর ভারতে দরকার এরম, তাদের ধর্ম, শি...

PART: 10 || #WBCS #2020 10TH OF #MAINS SERIES

সিদ্ধান্ত নেওয়া আর সেটার পালনের ওপর নির্ভর করছে সবটুকুই। বন্ধুরা, আজ একজনের গল্প বলি। বোধহয় তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সিদ্ধান্ত না নিতে পারার জ্বালা অনেক। সময়ের ধাক্কাও অনেক। সেটা বোঝাতে গেলে এর থেকে ভালো উদাহরণ আর পাবোনা। আগেই বলে দি এই ঘটনাতে নাম চরিত্র বদল করা হয়েছে। আর কাউকে আঘাত করার জন্য এ পোস্ট নয়। একটি ছেলে। একটা প্রাইমারি স্কুলে চাকরী করে। তার প্যাশন WBCS হওয়া। সে সকাল দশটা থেকে চারটে অব্দি স্কুল করে। বাড়ি ফিরে টিউশনি করে। মোটামুটি রাত আটটা নটা। তারপর পড়তে বসে। ছেলেটির বাবা রিটায়ার্ড। পরিবারে তাকেও খরচা দিতে হয়। আমাকে তার প্রথম প্রশ্ন স্যর এই রোজ চার পাঁচ ঘণ্টা দিতে পারি সময়। এই ভাবে কীভাবে পড়লে পাশ করবো বলে দিন প্লিজ। মানে বিষয়টা এখন খানিকটা এরকম, আমি তোমাকে এই পরীক্ষা দেবার জন্যে পেছোনে পড়ে আছি। আর তুমি দিনে এই সময়টুকু দিয়ে আমাকে ধন্য করছো।অর্থাৎ WBCS এর প্রয়োজনটা এখন আমারি তো মনে হচ্ছে। আমি আরো সিওর হবার জন্য জিগেস করলাম। তুমি মাইনে কত পাও। এ দিয়ে তোমার বাড়িতে অসুবিধা হয় কিনা । যদি খুব প্রয়োজনীয় না হয় তবে টিউশন বাঁচিয়ে বা ছেড়ে সময় করা যাবে কিনা।য...