PART: 11 || #WBCS #2020 11TH OF #MAINS SERIES

বন্ধুরা,
এসো আজ দেখে নি WBCS এর মেনের জন্য ইতিহাস কীভাবে পড়বে। এতদিন বাংলা আর ইংরেজির কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।প্রয়োজনমতো সেই পর্বে আবার ফেরা যাবে। আপাতত এই পরীক্ষাতে সবচেয়ে বেশি অবজেকটিভ প্রশ্ন যে বিষয়টায় আছে সেটা নিয়ে একটু চোখ বুলিয়ে নেবো।
ইতিহাস সবটাই প্রায় তথ্যনির্ভর। প্রচুর সাল তারিখ মনে রাখার হ্যাপা। ঘটনার ক্রোনোলজি , কারন, ফলাফল সবকিছুতেই তথ্য আর তথ্য। আর সিলেবাসটাও বিরাট। সেখানে মনে রাখা, বিশেষ করে ঘটনাক্রম অনুযায়ী কার্যকারণ সহ মনে রাখা সত্যিই সমস্যা। তাহলে কীভাবে পড়বো ইতিহাস।
সবার আগে এসো দেখে নিই কোন কোন টপিক কভার করতি হবে।
ইতিহাসের উপাদান।
হরপ্পা সভ্যতা।
বৈদিক সভ্যতা।
ষোড়শ মহাজনপদ। এর মধ্যে, অঙ্গ, কাশি, কোশল, মগধ, বৃজি, মল্ল, বৎস, কম্বোজ, গান্ধার, অশ্মক, অবন্তী।
মগধে, হর্ষঙ্ক, শৈশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ।
বৌদ্ধ জৈন ধর্ম। আজীবিক।
ইন্দো গ্রীক।
কুষাণ।
দক্ষিণ ভারতে, সাতবাহন, চোল, চালুক্য(বাতাপী, বেঙ্গি, কল্যাণ, পশ্চিম) পহ্লব, রাষ্ট্রকুট, প্রতিহার, ইক্ষাকু , কাকতীয়, হোয়েসল।
দক্ষিণ ভারতে শুধু বিখ্যাত রাজা, যেটা বৃহত্তর ভারতে দরকার এরম, তাদের ধর্ম, শিল্প,মন্দির এইসব বেশী করে।
গুপ্ত সাম্রাজ্য। পুষ্যভূতি ও হর্ষবর্ধন। পাল ও সেন সাম্রাজ্য।
বিজয়নগর ও বাহমনী
মহম্মদ ঘোরী ও দাস বংশ, খিলজী, তুঘলক, সৈয়দ, লোদী এই কখানা। ভক্তি ও সুফী আন্দোলন।
মুঘল সাম্রাজ্য। ঔরঙ্গজেবের পরের মুঘল ইতিহাস।
মারাঠা ,মহীশূর, শিখ, নিজাম, বাঙলার নবাবী।
বাঙলার সুলতানি।
বিভিন্ন দেশের ঈস্ট ইন্ডিয়া কোম্পানি। পর্তুগিজ আক্রমন।
ব্রিটিশ গভর্নর জেনারেল, তাদের সময়কাল, সেই সময়কার গুরুত্বপূর্ণ ঘটনা, দেশীয় রাজাদের সাথে সম্পর্ক। তাদের সাম্রাজ্যবাদী নীতি।
সিপাহী বিদ্রোহ, ভারতের সংবিধানের অতীত , বিশেষ করে ব্রিটিশ শাসন পর্বে তার গতি। রেগুলেটিং , পিটস ইন্ডিয়া, চার্টার অ্যক্ট, গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট।
কাউন্সিলস অ্যাক্ট। মর্লে মিন্টো রিফর্ম এইভাবে স্বাধীনতা আইন অব্দি।
বাঙলা ও ভারতে রেনেসাঁ। শিক্ষা বিস্তার, কংগ্রেসের জন্ম।
বঙ্গভঙ্গ ও স্বদেশী।
গান্ধী যুগ। নন কোঅপারেশন, সিভিল ডিসওবিডিয়েন্স, ভারত ছাড়ো।
ট্রাইবাল ও কৃষক বিদ্রোহ। দেশীয় সাহিত্য।
বিপ্লবী ধারণার উদভব।
দেশভাগ। নৌ বিদ্রোহ, দিনাজপুরের বিদ্রোহ।
স্বাধীনতা ও ভারতের একত্রীকরণ।
মোটা মুটি এইগুলো কভার করতে হবে।
ভালো বই।
ANCIENT
INDIAS ANCIENT PAST : R S SHARMA
HISTORY OF MEDIEVAL INDIA: SATIS CHANDRA
HISTORY OF MODERN INDIA : BIPAN CHANDRA
কেউ বাঙলাতে গ্র্যাজুয়েশনের বই থেকেও পড়তে পারে। অসুবিধা নেই। মাধ্যমিক স্তরের বই চলবিনা।
SPECTRUM BA PUNAM DALAL ও ভালো। সেও দেখতে পারো।
REDDY না পড়লে পাশ হবেনা এ ধারনা ভুল। তবে প্রশ্ন ওখানে ভালো আছে।
কীভাবে পড়বে।
প্রথমে একটা চ্যাপ্টার বই থেকে ভালো করে পড়ো।
সেখান থেকে দরকারি ইনফরমেশনগুলো খাতায় লেখো। এইভাবে সব চ্যাপ্টার শেষ করো।
দুটো বা তিনটে চ্যাপ্টার শেষ হলে ছোট ছোট পরীক্ষা দাও। পরীক্ষা দেবার আগে কয়েকবার রিভিশন করো। তারপরে দাও।
সিলেবাস শেষ না কযে বা রিভিশন না করে চাকরীয পরীক্ষাতে বসা বুদ্ধিমানের কাজ না। আগে পড়া শেষ হোক।
মনে থাকেনা এই সমস্যার সমাধান হল বার বার প্র্যাকটিস। যতবার পারো ততবার। আর কোনো শর্টকাট নেই।
যে খাতাটা বই পড়ে তুমি বানালে সেটাই বার বার রিডিং পড়ে যাওয়াই প্র্যাকটিস। প্রতি মকটেস্টের আগে চেষ্টা কযো একবার খাতা পড়তে।
প্রথম প্রথম একটু বেশী হবে খাতায় লেখা। কিন্তু সেটা স্বাভাবিক। কেননা প্রথমেই তোমার ততটা অভিজ্ঞতা হবেনা। থেমে না গিয়ে লিখতে থাকো। পরীক্ষা দিতে দিতে এই অভিজ্ঞতা হবে। ভয় নেই।
ইতিহাস এই অব্দি। পরের দিন ভূগোল নিয়ে আসব।

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

Current Affairs

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES