PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES

বন্ধুরা,
আজ এসো দেখেনি সায়েন্স কিভাবে পড়বে। বি সি এসের মেনে সায়েন্স পেপারে থাকে 200। এখানে ফিজিক্স , কেমিস্ট্রি , বায়োলজি , এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যাটিক জি কে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, ও টেকনোলজির কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। আমি বিগত সতেরোটা পোস্ট ধরে তোমাদের আশা করি বোঝাতে পেরেছি তোমরা কোন সাবজেক্টকে বেশী জোর দিয়ে পড়বে এবং কেন। সেই সুত্রে এও দেখিয়েছিলাম যে আমরা আপাতত সবচেয়ে বেশি নম্বরের সাবজেক্টগুলো আগে শেষ করবো। ততদিন সায়েন্স চলবে সপ্তাহে একদিন। কিন্তু এও মনে রেখো সায়েন্স টাও পড়বো আমরা ভালো করে। বেশি নম্বরের সাবজেক্ট গুলো শেষের পথে যত যাবো তত এইদিকে আমরা একটু করে সময় বাড়াবো।
এবার প্রশ্ন হল কতোটা ভেতরে ঢুকে পড়বো সায়েন্স? তোমরা কয়েকটা বিষয় ভালো করে ভাবো।
1। একটা সায়েন্স টেকনোলজি পেপারে সাবজেক্ট তো সাতটা। নম্বর 200। তাহলে গড়ে প্রতি সাবজেক্টে হয় কমবেশি 30। কিন্তু আবার পেপার দেখলে বুঝতে পারবে যে কোনো সালে হয় ফিজিক্স বেশি। নইলে কেমিস্ট্রি বেশি নইলে বায়োলজি বেশি। কোন ইয়ারে কোনটা বেশি এটাও কিন্তু জোর করে বলা যায় না। তাহলে এই পেপারে ভালো নম্বর পাওয়ার জন্য সাতটা সাবজেক্টেই সমান জোর দিতে হয়।
এবার বলো। সাতটা সাবজেক্ট পড়ে 200 নম্বর আর ছটা পড়ে 600 কোনটা লাভ? সেজন্য,
আগে সেই ছটা শেষ করো যেখানে 100 করে প্রত্যেকটায় আছে। তার পরে সায়েন্সে জোর বাড়াও। কেননা এই ছটা মনের মতন করে শেষ করতে খুব একটা কম সময় লাগার কথা না। তাই এগুলো ক্ষতি না করে ওটা করো।
2। এবার। বিগত কয়েক বছরের পেপার দেখো। সব প্রশ্ন কিন্তু মাধ্যমিক স্তরের ছিলনা।নির্দিষ্ট বই তাহলে কোনটা পড়বো? উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের বই কি পড়বো? এখানেই আমার যুক্তি। ইতিহাস আর ভূগোল ইকনমিক্স আর পলিটি অঙ আর জি আই করে তুমি কি এসব বই পড়বার সুযোগ পাবে? নাকি সময় পাবে। যদি পাও তাহলে নো প্রবলেম। পড়ো। কিন্তু যদি না পাও তবে আগে সেগুলো পড়ো যেখানে বেশী নম্বর আছে। আর এ বিষয়গুলোতে মাধ্যমিকের বইটা খুঁটিয়ে পড়ো।
3। হয়তো আরো বই পড়লে আরো কমন পেতে। কিন্তু সেটা ঠিক করো কতটা সময় তুমি পাচ্ছো তার ওপরে। শুধু মাধ্যমিকের বইটা যদি পড়ে যাও, 50 পারসেন্ট তো পাচ্ছো। বড়জোর দশ নম্বর এদিক ওদিক। কিন্তু অঙ্ক যদি ডোবে কিম্বা অপশনাল, সেখানে 400 যাবে।
এই হলো আমার বক্তব্য। নিতান্তই ব্যক্তিগত। কারোর পছন্দ না হলে নিজের প্ল্যানই করো। নো সমস্যা।
আজ এসো , দেখেনি ফিজিক্সে কি পড়বে।
এখানে প্রশ্ন হবে উদাহরণ ভিত্তিক। দৈনন্দিন ঘটনা, বিভিন্ন একসেপশন নিয়ে। ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রশ্ন বেশী। নীচের চ্যাপ্টার গুলো দেখে যাও কোনো মাধ্যমিকের বই থেকে।
Matter - Nature and Behaviour
Definition of matter; solid, liquid and gas; characteristics - shape, volume, density; change of state-melting (absorption of heat), freezing, evaporation (cooling by evaporation), condensation, sublimation.
Nature of matter: Elements, compounds and mixtures. Heterogenous and homogenous mixtures, colloids and suspensions.
Particle nature, basic units: Atoms and molecules, Law of constant proportions, Atomic and molecular masses. Mole concept : Relationship of mole to mass of the particles and numbers.
Structure of atoms: Electrons, protons and neutrons, valency, chemical formula of common compounds. Isotopes and Isobars.
Motion, Force and Work
Motion: Distance and displacement, velocity; uniform and non-uniform motion along a straight line; acceleration, distance-time and velocity-time graphs for uniform motion and uniformly accelerated motion, equations of motion by graphical method; elementary idea of uniform circular motion.
Force and Newton's laws: Force and Motion, Newton’s Laws of Motion, Action and reaction forces, Inertia of a body, Inertia and mass, Momentum, Force and Acceleration. Elementary idea of conservation of Momentum.
Gravitation: Gravitation; universal law of gravitation, force of gravitation of the earth (gravity), acceleration due to gravity; mass and weight; free fall.
Floatation: Thrust and pressure. Archimedes' principle, buoyancy, elementary idea of relative density.
Work, energy and power: Work done by a force, energy, power; kinetic and potential energy; law of conservation of energy.
Sound: Nature of sound and its propagation in various media, speed of sound, range of hearing in humans; ultrasound; reflection of sound; echo and SONAR. Structure of the human ear (auditory aspect only).
Reflection of light
What is Reflection of Light, Real and Virtual images, Spherical Mirrors, Principle focus and focal length of a spherical mirror, Image Formation by Spherical mirrors, Rules for obtaining images formed by spherical mirrors, Image formation by concave mirror, Image formation by convex mirrors, Sign convention for reflection by spherical mirrors, Mirror formula and magnification
Refraction Of light
Refraction through a rectangular glass slab, Laws of refraction of light, The Refractive Index, Refraction by Spherical Lenses, Image Formation by Lenses, Image Formation in Lenses Using Ray Diagrams, Sign Convention for Spherical Lenses, Lens Formula and Magnification
Electricity
Electric Charges, Conductors and insulators, Electric potential and potential difference, Electric current and electrical circuits, Circuit Diagrams, Ohm's Law, Factors affecting of resistances of a conductor, Resistance of a system of resistors, Heating Effect of current, Applications of heating effect of current, Electric Power
পড়াশোনা হবে অবশ্যই অবশ্যই ইংরেজি বই থেকে। একটা চ্যাপ্টার ভালো করে পড়ে সেটা থেকে নিজের বোঝার মতন খাতা বানাও। দিয়ে বারবার মক দাও।
CBSE র নাইন টেনের বই। অথবা TATA MCGRAWHILL এর জেনারেল সায়েন্স আর টেকনোলজি পড়ো। এই বইটায় এনভায়রনমেন্টাল সায়েন্স আর কম্পিউটার ও আছে।
এর পর পোস্ট দেব কেমিস্ট্রি নিয়ে।

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

PART: 19 || #WBCS #2020 19TH OF #MAINS SERIES