PART: 14 || #WBCS #2020 14TH OF #MAINS SERIES

মেন পরীক্ষার ভূগোল কীভাবে পড়বে।
কথা হল পড়াশোনার ব্যাপারেও নতুনত্ব থাকে। কেউ ভাবে যে সে ঠিক মত মনে রাখতে পারছেনা। তার জন্যে পড়াটাকে টেবিলের মতন করে সাজিয়ে শোবার ঘরে ঝুলিয়ে রেখেছে। রোজ সকালে উঠে সেটা একবার করে চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। আঞ্চলিক ভূগোলের দরকারী জায়গা গুলো ম্যাপে পয়েন্ট করে সেটা পড়ার টেবিলে রাখা যেতে পারে। তাহলে দেখতেই পাচ্ছো যে উপায় অনেক। শুধু যেটা দরকার সেটা হল ভালোবাসা। শুধু যে কোন একটা চাকরি আর wbcs এর মধ্যে একটা ফারাক তো থাকবেই।
যে শুধু wbcs নিয়ে স্বপ্ন দেখেছে সে শুধু যে কোন একটা চাকরিতে কখনোই খুশী হবে না। আর সত্যি বলতে কি wbcs এর পড়াশোনা করে থাকলে পশ্চিমবঙ্গের কোন চাকরীর পরীক্ষা আটকায় না।
তালে যে যেভাবে পারছে ভালোবেসে পড়ছে আর সেইটা তাকে চালিয়ে নিয়ে যেতে হবে। সকাল হলে সকাল, রাত হলে রাত। যেখানে যেমনি সুবিধা হবে সেরকম।
মনে রেখো । হাতে কলমে চাকরী করার আগে এই বিশ্বাসটুকু করো যে তুমিও সেই উচ্চতায় উঠবার যোগ্য দাবিদার। আগে ঠিক করে নাও যেটা তোমরা করতে যাচ্ছো সেটাই তোমার priority কিনা। যদি তাই হয়। সেটার শেষ দেখতেই হবে । আর কোনো উপায় নেই।
যাই হোক ভূগোল প্রিলিমিনারি তে থাকে 20 থেকে 22। মেইনে 100। তাহলে economics বা constitution এর মতন এখানেও সমান জোর দিতে হবে। ভূগোলের আর একটা সমস্যা আছে যে পশ্চিমবঙ্গের কি কি পড়ব। কোথা থেকে পড়ব। এর জন্য বলি। যা যা তোমরা ভারতের জন্য পড়বে সেটা পশ্চিমবঙ্গের জন্যেও পড়বে। indian geography বই থেকে পশ্চিমবঙ্গের যা যা পাচ্ছো সেটা আলাদা করো। আর আলাদা বইটাও বলে দিচ্ছি।
ভূগোলের প্রাকৃতিক বিভাগটা ভালো করে করো। সেটার উপর আঞ্চলিক ভূগোল অনেকটা নির্ভর করে। যেমন মাটির প্রকার অনুযায়ী ফসল হওয়া অথবা পাথরের স্তরায়নের ওপর খনিজ সম্পদ এগুলোই ধরা যায়। ধরো দাক্ষিনাত্যের মালভূমির বেশীর ভাগটাই গ্র্যানাইট বা নীস শিলায় গঠিত। কেননা এটি ক্রিটেশাস পিরিওডে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত ঋর ফলে তৈরি।
মহারাষ্ট্রে কার্পাস ও বস্ত্রশিল্পে সহায়ক সেখানকার আদ্র জলবায়ু আর কালো রেগুর মাটি। আবার ধরো।
পশ্চিম ঘাটের পশ্চিম দিকে মেঘালয়ের অনুবাত ঢালে বা আন্দামানে বছরে 200সেমি র বেশী বৃষ্টি তাই সেখানে চিরহরিত্। মধ্য ভারতে ও একটু উত্তরে কম্ বৃষ্টি তাই শুষ্ক পর্ণমোচী। পশ্চিমবঙ্গের আবার 175সেমির ওপর বলে আর্দ্র পর্ণমোচী। দাক্ষিনাত্যের বেলায় বৃষ্টিচ্ছায় অঞ্চলে সাভানা এগলো সবাই সম্পর্কে রয়েছে।
নীচের অধ্যায় গুলো দেখ।এটা অনেকে ইংরেজিতে পড়ে বলে ইংরেজিতে দিলাম।
Indian Geography:
physiographic devision,
rivers,
soil,
climate,
effect of monsoon, el nino, la nina,
census,
natural vegetation,
mining,
resources,
Industries,
agriculture,
environmental issues,
west bengal:
physiographic devision,
rivers,
soil, annual rainfall
census,
Natural vegetation,
mining,
resources,
industries,
agriculture,
environmental issues,
ভারতের ভূগোল এর জন্য ডি পি খুল্লার অথবা মাজিদ হোসেন সবাই নেয়। দুটোই ইংরেজিতে। ইংরেজি পড়ার সুবিধা হল মেইনে অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের জন্যে বাঙলায় বাসুদেব গাঙ্গুলির পশ্চিমবঙ্গের ভূগোল। অথবা কার্তিক চন্দ্র মণ্ডল বা know your state: west bengal দেখা যেতে পারে।
ভূগোল পড়া সবচেয়ে ভালো হয় ম্যাপে। একটা স্কুল অ্যাটলাস সঙ্গে রাখো। চ্যাপ্টার পড়ে সেটা থেকে দরকারি তথ্য খাতায় লেখো। পারলে বই দোকান থেকে ম্যাপ এনে তাতে আলাদা করে পড়ো।এখন বিস্তারিত না পড়লে কিন্তু গতি নেই।
আজ এই পর্যন্ত। পরদিন অঙ্ক/GI নিয়ে আসব।

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

PART: 19 || #WBCS #2020 19TH OF #MAINS SERIES

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES