PART: 16 || #WBCS #2020 16TH OF #MAINS SERIES

মেন পরীক্ষার অঙ্ক আর রিজনিং।
বন্ধুরা,
এসো আজ দেখে নি অঙ্ক আর রিজনিং নিয়ে কি করা যেতে পারে। মেনে এই দুটো সাবজেক্ট থেকে 200 নম্বর আসবে । আর এই পেপারে ঠিক করে দিলে অনেক নম্বরও পাওয়া যায়। অনেকে এই পেপারে আত্মবিশ্বাস পায়না। ফলত তারা এটা এড়িয়ে চলাই পছন্দ করে। কিন্তু বিশ্বাস করো এড়িয়ে না গিয়ে যদি তোমরা এটাকে ফেস করো। একটু ধৈর্য ধরে অভ্যাস করো তাহলে স্বচ্ছন্দে এখানে নম্বর তোলা যায়। আর এই পেপার খারাপ হলে সেটা ম্যানেজ দেয়া কিন্তু কষ্ট। কেননা মনে রেখো অনেকে এই পেপারে অনেকটাই নম্বর তুলবে। সেখানে তুমি পারুনা বলে এড়িয়ে তো যেতেই পারো। কিন্তু তাতে লাভ কিছু হবেনা।
আর তুমি অঙ্ক পারোনা এই সিদ্ধান্ত নেবার অধিকার কে দিয়েছে তোমাকে। রোজ যদি খেতে ঘুমাতে পারো। হাসি ঠাট্টা করতে পারো, বা প্রেম, তাহলে অঙ্কও চেষ্টা করতে পারবে। মনে রাখো। আমি জাস্ট চেষ্টা বলেছি। সেটা করার আগে হেরে যেওনা।
গত দু বছরে অঙ্কতে শুধু পাটিগণিত আসছেনা। আরও বেশ কিছু আসছে। জি আই ও ধরণ পাল্টেছে। তাই কি করতে হবে। সেটা আগে দেখি। দিয়ে দেখবো কিভাবে করবে।
অঙ্ক।
NUMBER, HCF AND LCM, DECIMAL, SIMPLIFICATION, AVERAGE, ROOTS, NUMBER SYSTEM, PROBLEMS ON AGES, SURDS INDICES, PERCENTAGE, PROFIT LOSS, RATIO PROPORTION, PARTNERSHIP, TUME AND WORK, PIPE AND CISTERN, TIME AND DISTANCE , PROBLEMS ON TRAINS , BOAT AND STREAM, MIXTURE, SIMPLE INTEREST,
MENSURATION
GEOMETRY BASICS OF SECONDARY STANDARDS
TRIGONOMETRY BASIC FORMULAS
ALGEBRA
Book. R S Aggarwal
এগুলো সব মাধ্যমিক স্তরের। এবার দেখো রিজনিং।
Series completion
Clock
Calender
Direction test
Blood relations
Analogy
Coding decoding
Puzzles
Venn diagram
Number ranking qnd time sequence
Permutation and combination
Missing character or number
Arithmatic reasoning and mathemetics
Data sufficiency
Syllogism
Statement and conclusion
Book. R. S. Aggarwal
এইবার।
1। অঙ্ক আর জি আই করতি হবে ইংরেজি ভাষায়।
2। যারা একেবারেই আত্মবিশ্বাস পাওনা তাদের জন্য বলি রিজনিং পার্ট টার জন্য তোমরা আগরওয়াল ধরো। অসুবিধা হবেনা।
3। অঙ্ক নিয়ে একটা বড়ো কনফিউশন আছে যে শর্টকাট কোথায় ও কিভাবে শিখবো। মনে রাখো। অঙ্ক যদি না বোঝো তবে হাজার খানেক শর্টকাট শিখে হলে বসে কিস্স্যু করতে পারবেনা।
এর জন্য অঙ্কটা জানা চাই। শেখা চাই। শর্টকাট যদি শিখতেই হয় তবে অঙ্কটা দরকার হলে বড়ো করেই আগে শেখো। তারপর যাও শর্টকাট শিখতে।
মুখস্থ করে জীবনেও অঙ্ক হবেনা। শুধু ফরমুলা মুখস্থ করে পরীক্ষা হলে বসে বুদ্ধি খাটিয়ে অঙ্ক নামানোর লোক কমই আছে। এর জন্য অঙ্ক শিখতেই হবে। এবার শিখতে গেলে। একেবারে যারা শুরু করছো তারা
মাধ্যমিকের বই থেকে আগে অঙ্কগুলো কিভাবে করে দেওয়া আছে উদাহরণ দেখো। এবার সেই অঙ্কটা নিজে করো। তারপর এক্সারসাইজ করো। এইভাবে শেষ হলে সেটা আবার রিপিট করো। এবারে কোনো ভালো বই ধরো। বা শর্টকাট শেখো।
রোজ অন্তত পঁচিশটা অঙ্ক আর পঁচিশটা জি আই করো। এটা মাস্ট। অন্য কিছু করো না করো এটা বাদ দিলে বিপদ।
মনে রেখো। দুটো গোটা দিন মেন দুবেলা দিয়ে, সকালে ইকনমিক্স আর পলিটি দিয়ে বিকেলে একশ আশি মিনিটে যদি দুশো অঙ্ক করতে হয় তাহলে জিনিসটা অতোটাও সোজা না। সোজা তখনি হবে যদি শেখা ভালো হয়। তাই তাড়াতাড়ি না করে শেখার ওপর জোর দাও। এরপরে প্রতি অঙ্ক কতটা সময় লাগছে দেখো। মক দেবার সময় টার্গেট থাকবে মিনিটে একটা অঙ্ক।
এখনকার মত মেনের পেপার পারতে হলে সুবিধা হবে যদি সি জি এলের প্রিলির দিকটা একটু করা থাকে। তাই। অসম্ভব কিছু নেই। রোজকার কাজটা করে যাও। জিত হবেই।

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

Current Affairs

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES