PART: 12 || #WBCS #2020 12TH OF #MAINS SERIES

the constitution of India for prelim and main.
বন্ধুরা এটা পড়বার পর কোনো সমস্যা হলে বলতে পারো।
মনে রেখো একটা মাত্র সাফল্য তোমাদের সব সমস্যা সমাধান করে দেবে।তাই কখনোই হেরে যাবে না। আত্মবিশ্বাস হারিও না।
এবার সংবিধানের কি পড়বে আর কীভাবে। প্রথমেই বলি সংবিধান পড়া মানে শুধু article মুখস্থ করা নয়। ধরো,,,
280 ধারা। এখানে আছে তো শুধু finance commission। কিন্তু, এটাও আমাদের জানতে হবে এই কমিশন কি এত হাতিঘোড়া করে। এসো দেখি।
1. Finance commission Decides about the ratio of distribution of tax proceeds between centre and states.
2.it advices the President of India Augmentation of consolidated fund of India
ei ধরনের।
ধরো ধারা 72।
এখানে রাষ্ট্রপতির মাপ করবার ক্ষমতা । কিন্তু ভেবে দেখবার বিষয় হচ্ছে এই মাপ করা কত রকমের হয়।
Perdon, Remission, Respite, Commutation রাজ্যপাল আর রাষ্ট্রপতির ক্ষমা করবার মধ্যে কি তফাত। এগুলোও কিন্তু দেখবার বিষয়।
ধারা 108। জয়েন্ট সিটিং। এটা হলে এগুলোও দেখা দরকার যে বিল কত রকমের। কোন বিলের জীবনচক্র কিরকম। এবং পার্লামেন্টে লোকসভা আর রাজ্যসভার গুরুত্ব কোথায়। যেমন ধরো, ordinary বিল আর finance বিলে হবে নাহয় জয়েন্ট সিটিং। কিন্তু অর্থ বিল বা সংবিধান সংশোধনের বিলে কখনোই জয়েন্ট সিটিং হবেনা। সুতরাং বিষয়টা ভালো করে পড়ো।
Amendments,
Special judgements of supreme court ,
যেমন kesavananda bharati,
maneka gandhi,
golok nath, থেকে শুরু করে high court এর special judgements.. মোদ্দা constitution পড়তে হবে detail e
কিছু চ্যাপ্টার পড়তেই হবে। যেমন,
1. Background of the constitution. Making of the constitution its features.
2. Union territory. Citizenship
3.fundamental rights duties . Directive principles
4.union executive. President . Vice president. Council of ministers. Parliament. Attorney general
5. Union judiciary. Supreme court
6. State govt. Governor. State ministers. Advocate general.
7. High court.
8. panchayat and municipalities.
9. Centre state relation ... emergency provision....
10. Upsc. Cag. Jpsc. Spsc. Election commission. Sc. St commission. Tribunals. Lokyukta.
chapterwise পড়ো।... article highlight করবার সাথে সাথে তার সাবজেক্টটাও পড়ো। ... খাতায় লিখে রাখো আর রেগুলার রিভিশন করো।...
কোনো প্রশ্ন থাকলে করো আমি বিশ্লেষণ করছি। আরো কিছু বিষয় আছে। যেমন, history of the constitution, preamble,
fundamental rights,
Fundamental duties,
directive principles,
fundamental duties
এগুলোর ওপর বেশী করে জোর দিতে হবে আর ধারা গুলো মনে না থাকলে চার্ট করে নাও।
বুঝতে না পারলে জিগেস করো। আমি অনেক বিষয়ে অনেক পোস্ট করেছি । আরো করব । খেয়াল রেখো।
books:
M. Laxmikanth TMH (আমার মতে best book.)
D. D. Basu
অনাদি কুমার মহাপাত্র...
আর প্র্যাকটিস সেট হিসেবে manohar pandey দেখতে পারো.

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

Current Affairs

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES