PART: 17 || #WBCS #2020 17TH OF #MAINS SERIES
বন্ধুরা এসো আজ দেখেনি খবরের কাগজ কীভাবে পড়বে।
তোমরা আগেকার 16টা পোস্ট একটু খুঁজে দেখো। কেননা আবার শুরু থেকে পোস্ট দেয়া সম্ভব না।
গত কয়েকদিনে অনেকে দেখা করতে এসেছে।আশা করি এই পরীক্ষা নিয়ে অনেকের ধারণা পরিস্কার করতে পেরেছি।সেখানে আরেকটা বিষয় দেখলাম যে তোমরা খবরের কাগজের ওপর সেভাবে জোর দিচ্ছোনা। আর অদ্ভুতভাবে এই বিষয়টাই এই পরীক্ষাতে সবচেয়ে বেশী দরকার। কেন সেটা একটু ভেঙ্গে বলি।
সিভিল সার্ভিস পরীক্ষায় সবচেয়ে বেশি দরকার খবরের কাগজ। এটা বাদ দিলে চাকরী পাওয়ার অর্ধেক সম্ভাবনা শেষ।কেননা দেখে নাও কাগজ থেকে কিসে কিসে হেল্প হবে।
..
1> প্রিলি আর মেনের কারেন্ট অ্যাফেয়ার্স।প্রায় 50 নম্বর।
2> ডেসক্রিপটিভ ইংরেজি আর বাংলা। প্রায় 240 নম্বর।
3)ভোকাব্যুলারি 25 নম্বর।
3> পারসোনালিটি টেস্ট আর grooming. 200 নম্বর।
এই চারটে মিলিয়ে প্রিলি , মেইন আর পারসোনালিটি টেস্ট নিয়ে প্রায় 500 র বেশী নম্বর শুধু কাগজ থেকে করা যাবে।
WBCS হতে গেলে সবচেয়ে বেশি দরকার নিজের চারপাশটা ভালো করে জানা। সেখান থেকেই যাবতীয় প্রশ্ন শুরু। সেখান থেকেই পারসোনালিটি টেস্টে প্রথম ইমপ্রেশন তৈরি হয়। আর এইটুকু জায়গাতেই চাকরী। এবারে দেখো কিভাবে পড়বে এটা।
1) প্রিলির ইংরেজিতে বই থেকে অন্ধের মতন সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ না করে কাগজের নতুন শব্দগুলো খেয়াল করো। সেগুলো থেকে নতুন শব্দ জানবে । বাক্য গঠন করবার ক্ষমতা বাড়বে। সেগুলো লেখাতে কীভাবে ব্যবহার হয় সেটাও জানবে। তাই নতুন শব্দ শিখতে কাগজের কোনো বিকল্প নেই।
2) কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলি আর মেনে থাকে 50 এরও বেশী। রুজ কাগজটা যদি পড়ো আর সঙ্গে পয়েন্টগুলো নোট করো তাহলে আলাদা কোনো পত্রিকা পড়বার দরকার নেই।
3) বাংলায় আর ইংরেজিতে 200 করে 400 তে তোমাকে বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে লিখতে দেবে। যেখানে সারমর্ম আর ট্রানসিলেশন বাদ দিয়ে প্রায় 240 নম্বর এই কাগজ থেকে লেখা অভ্যাস করলে ভালো। অন্তত সপ্তাহে এক দিন।
4) পারসোনালিটি টেস্ট এর 200/150/100 নম্বরে সমসাময়িক ঘটনার ওপর বেশ কিছু প্রশ্ন হবে। এগুলোতে দখল আনতে অন্তত বিগত এক বছরের ঘটনা একটু ফলো করলে ভালো।
সবচেয়ে বড় কথা কাগজ তোমাকে কাগজ এমন একটা মানুষ বানাবে যার চারপাশের সমস্ত বিষয় নিয়ে একটা মতামত আছে। একটা বক্তব্য আছে। আর এটাই চাই।তাই রোজ কাগজ পড়ো। আনন্দবাজার বা এই সময়। টাইমস অফ ইন্ডিয়া বা দ্য হিন্দু পড়ো। যত সময় লাগে লাগুক।
প্রথমে একটা খবরের কাগজ হাতে নিয়ে তখন প্রথম কাজ হবে হেডলাইন দেখে বিষয়টির গুরুত্ব অনুযায়ী কোন খবর জাতীয় স্তরের কোনটা আঞ্চলিক বা আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ।প্রথম প্রথম এই কাজটা কষ্ট হবে। একটু বেশী দাগ দেয়া হবে। দু এক মাস পর ঠিক হয়ে যাবে।
এরপর দরকার মতো খবরগুলো এ ,বি ,সি, ডি গ্রুপে ভাগ করো।
যেমন।
GST- its importance and application..
অর্থনৈতিক ভাবে এর গুরুত্ব কোথায়। ট্যাক্স ব্যবস্থাতে এটায় যে সাম্য আনার চেষ্টা হল তাতে জাতীয় আয়ে কীভাবে প্রভাব ফেলবে। আরো ধর SCO SUMMIT. BIMSTEK, SAARC.
কিছু জাতীয় বিষয় যেমন। universal civil code,, farmer suicide, এই ধরনের।
সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্ট।
budget, census, Niti Ayog related plans, various government schemes নতুন বা সাম্প্রতিক।
নতুন কোনো government policy, যেমন foreign trade policy, অথবা skill India policy, SEZ policy...
important judgements of Supreme court, international level ranks of India...
যেমন ease of doing business rank,
gender balance rank,
hunger index rank,
Swachh bharat program,
appointments,
ISRO new plans and recent innovations and satellites,
important personalities in international , national, state level politics,
games,
art and cultures who came in news in recent times.
এগুলো হবে গ্রুপ এ খবর যেগুলো পড়বে আর দরকার মতো লিখবে।বাদ যেন না যায়।
একটা আগেকার স্কিমের উদাহরণ দি।
বেটি বাচাও বেটি পড়াও।
launched at : panipath, jan 22 2015 for survival, protection, education of girl child,
aim: address the issue of declining child sex ratio through a mass campaign
target: stop killing female fetus.
তাহলে এ গ্রুপের সব খবরটা ভালো করে পড়ো।
এরপর আসবে বি গ্রুপ। যেগুলো তুমি পড়বে কিন্তু সবটা লেখার দরকার নেই । শুধু বিষয়টা বুঝলেই তোমার কাজ শেষ। যেমন।
socioeconomic caste census থেকে আমযা দেশ সম্পর্কে কি জানছি। এটা পড়ে বুঝবার বিষয় যেটা পরে প্রবন্ধ লিখতে কাজে লাগবে।
এরপর আসবে সি গ্রুপ। যেখানৃ খবরের প্রথম কয়েকটি লাইন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স লিখলেই হল। যেগুলো গোটা দেশে বা আমাদের রাজ্যে কোনো এফেক্ট ফেলছেনা।
সবশেষে ডি। এটা পড়বেনা তোমরা।আরে পার্লামেন্টে দুপুরি কি মেনু এটা পড়ে কিস্স্যু হবেনা।
যদি পত্রিকা পড়বার দরকার হয় তবে প্রতিযোগিতা দর্পণ দেখতে পারো। ওটার প্রবন্ধগুলো পড়ো।
এডিটোরিয়ালটা রোজ পড়ো। সপ্তাহে একদিন তারই একটা নিজের ভাষায় 250 শব্দের মধ্যে লেখো।
তোমাদের মধ্যে অনেকেই পড়াশোনাতে ভালো। কিন্তু মনে রেখো শুধু পড়াশোনা দিয়ে পাশ হবিনা।তুমি নিজের চারপাশ কীভাবে দেখো সেটাও জরুরি।
কিছু সাম্প্রতিক বিষয় দিলাম। দেখতে পারো।
1> Terrorism within and outside of our country
2> Environmental concerns, degradation and steps taken by countries, especially India
3> Women Rights, liberty and development
4> swachh Bharat Abhiyan
6> Reservation
7> Farmer suicides
9> education against corruption
10> juvenile crime and its solution
11> poverty and gender equality
12> beti bachao beti padhao
13> inclusive education
14> financial inclusion
15> religion and politics
16. Inclusive development of women.
17. Importance of e-governance
18. Agriculture vs industry
19. G.s.t.
20. Uniform civil code.importance
21.importance of religious unity
22.Fighting Corruption. A challange to new generation
23. Passive euthanasia.
24.Press freedom. The most imp fundamental right.
25. Freedom at social media.
26. Penetration of social media in the society effect on children.
27. internet and illeteracy. A conjugal menace
28. Universalisation of healthcare and awareness.
29. Anganwadis should be strengthened.
30. Development of minorities and tribals should be mainstreamed.
31. Fighting terrorism
32. Right to privacy
33. Teiple talaq act and consequences
এই টপিকগুলো দেখতে পারো এছাড়া আরো বিষয় যেমন দেশের সামাজিক আর্থিক এসবের ওপরে বিষয়গুলো দেখো। একটা উদাহরণ হিসেবে হিন্দুর একটা কাগজ পোস্ট করলাম। পরে অন্য পোস্ট আনবো।
Comments
Post a Comment
Your valuable comments give me the Inspiration to write such kind of crucial post. So, don't forget to write a comment after reading each post. However, please don't comment absurd word which hurt me.