PART: 10 || #WBCS #2020 10TH OF #MAINS SERIES

সিদ্ধান্ত নেওয়া আর সেটার পালনের ওপর নির্ভর করছে সবটুকুই।
বন্ধুরা, আজ একজনের গল্প বলি। বোধহয় তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সিদ্ধান্ত না নিতে পারার জ্বালা অনেক। সময়ের ধাক্কাও অনেক। সেটা বোঝাতে গেলে এর থেকে ভালো উদাহরণ আর পাবোনা। আগেই বলে দি এই ঘটনাতে নাম চরিত্র বদল করা হয়েছে। আর কাউকে আঘাত করার জন্য এ পোস্ট নয়।
একটি ছেলে। একটা প্রাইমারি স্কুলে চাকরী করে। তার প্যাশন WBCS হওয়া। সে সকাল দশটা থেকে চারটে অব্দি স্কুল করে। বাড়ি ফিরে টিউশনি করে। মোটামুটি রাত আটটা নটা। তারপর পড়তে বসে।
ছেলেটির বাবা রিটায়ার্ড। পরিবারে তাকেও খরচা দিতে হয়।
আমাকে তার প্রথম প্রশ্ন স্যর এই রোজ চার পাঁচ ঘণ্টা দিতে পারি সময়। এই ভাবে কীভাবে পড়লে পাশ করবো বলে দিন প্লিজ।
মানে বিষয়টা এখন খানিকটা এরকম, আমি তোমাকে এই পরীক্ষা দেবার জন্যে পেছোনে পড়ে আছি। আর তুমি দিনে এই সময়টুকু দিয়ে আমাকে ধন্য করছো।অর্থাৎ WBCS এর প্রয়োজনটা এখন আমারি তো মনে হচ্ছে।
আমি আরো সিওর হবার জন্য জিগেস করলাম। তুমি মাইনে কত পাও। এ দিয়ে তোমার বাড়িতে অসুবিধা হয় কিনা । যদি খুব প্রয়োজনীয় না হয় তবে টিউশন বাঁচিয়ে বা ছেড়ে সময় করা যাবে কিনা।যদি দুটো বছর কষ্ট করা যায়। যদিও সেটা আমার স্টাইলে।
এরপরেই প্রশ্ন। স্যার আরেকটা পরীক্ষার নোটিশ বেরিয়েছে সেটা কীভাবে পড়বো?
আর সেখানেই আমার আপত্তি।
যদি WBCS তোমার প্যাশনই হয়। তবে আরেকটা অন্য চাকরীর জন্য প্রশ্ন করছো কেন। যেখানে তোমার প্রয়োজন মিটে যাচ্ছে একটা চাকরী দিয়ে। তাহলে সেটাই করো।
যদি টাকার প্রয়োজনীয়তা বর্তমান চাকরীতে মিটে যায় তবে আরেকটু টাকার জন্য টিউশন করে পড়ার সময়টা নষ্ট করছো কেন। এটা বছর খানেক বন্ধও তো রাখা যায়।
তোমার একটা দিনে চব্বিশটাই ঘন্টা থাকে। চেষ্টা করলেও জীবনে সেটা বাড়বেনা। তাহলে এর মধ্যেই এতগুলো এনগেজমেন্ট হলে পড়বে কখন।
যদি WBCS এর জন্য দিনে চারটে সাবজেক্ট পড়লে সুবিধা হয় তবে সেটাই করতে হবে। কমপ্রোমাইজ করলে তোমার প্ল্যানটাই আরো দীর্ঘ হবে। কাজের কাজ কিস্স্যু হবেনা।
আমি পারবো কিনা জানিনা। যদি না পারি তাই ভয় হচ্ছে। এবার আমার একটা কথার জবাব দাও।
আজ যদি তোমার মা বাবা বা হাজব্যান্ড বা ওয়াইফ অসুস্থ হয়, তারা সারতে নাও তো পারে । এই ভয়ে কি ডাক্তারের কাছে নিয়ে যাবেনা?? চেষ্টা করবেনা?
এবার বলি গাইডের কথা। তোমরা তো প্রেমও করো। সেটা তো আরো কঠিন কাজ। সেটার জন্য কজন গাইড লেগেছিল ভাইসব? এটা তো আরো কঠিন বিষয়। গোটা জীবনের ব্যাপার।
ইচ্ছে থাকলে, শেষ দেখবার মনের জোর থাকলে তরী জোয়ার পেরোবেই। ভয় যারা পেল। থেকে যাবে এপারেই।

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

Current Affairs

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES