PART: 13 || #WBCS #2020 13TH OF #MAINS SERIES

prelim and mains ইকনমিক্স কীভাবে পড়বে।
আমার বিশ্বাসে কোনো একটা বিষয়ে ভালো করে শিখতে গেলে আগে টেক্সট বই পড়তে হবে।এখানে কোনো রকম খামতি থাকলে চলবেনা। এখন মেনে যেরম প্রশ্ন আসে তাতে টেক্সট পড়তেই হবে।বিশেষ করে ইতিহাস , ভূগোল, পলিটি, অর্থনীতি এগুলো। নালে 400তে ভালো নম্বর কিছুতেই আসবেনা।
সপ্তাহে অন্তত দুদিন জায়গা করে এই বিষয়টা পড়তে হবে।বুঝে বুঝে। যেমন ধরো।
How Inflation Impacts investments in the economy...??
কী হবে এর উত্তর। inflation বাড়লে লোকের হাতে খরচ করবার মত টাকা বেশী আসছে। যাকে বলে disposable income । সেটা যদি বাড়ে তাহলে সেই টাকা সে যেকোনো কাজে লাগাতে পারবে। আর সেটা লাগালে investment বাড়বে। তাতে মানুষের হাতে কাজও আসবে। অর্থাৎ employment বাড়বে। সেটা বাড়লেই প্রোডাকশন বাড়বে। তাহলে রপ্তানি বাড়ারও সম্ভাবনা রয়েছে।
আরেকটা বিষয় ধরো 1991 এর ইকনমিক রিফর্ম।এটা কেন দরকার পড়েছিল। ভারতের অর্থনীতিতে প্রোডাকশন কমেছে। রপ্তানি কমেছে। ফিসকাল ডেফিসিট unemployment , BOP crisis সব একসাথে চলছে। বিদেশি মুদ্রা আয় কমেছে। তখন ভারত IMF এর কাছে লোন নিতে গেল।তারা ভারতীয় অর্থনৈতিক নীতির দুর্বলতাগুলো দেখিয়ে দিল। বলল REVENUE EXPENDITURE কমাতে হবে। অর্থাৎ এমন খাতায় বেশী খরচ করো যেখানে পারমানেন্ট ASSET তৈরী হবে। প্রোডাকশন বাড়বে। সেজন্য টাকার অবমূল্যায়ন হল। LPG মডেল এল।এগুলো সবার সাথে সবাই যুক্ত।
আবার ধরো ফিসকাল পলিসির অবজেকটিভ দেখি। এটা দিয়ে যে শুধু বাজেট করে রিসোর্স ভাগ হচ্ছে তা না।এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্লেশন কমানো, এমপ্লয়মেন্ট বাড়ানো , ক্যাপিটাল তৈরী , রপ্তানি বাড়ানো, এই সবকিছু হয়। কীভাবে হয় সেটাই জানতে হবে তোমাকে।
আশা করি বোঝানো গেল কিছুটা।ইকনমিক্স পড়তে হবে বুঝে বুঝে।শুধু ইনফরমেশন মুখস্থ করে হবেনা।থিয়োরি চাই।
এখানে তোমরা নীচের বিষয়গুলো পড়বে।
RBI, Capital Market, Tax stucture, fiscal policy, external trade, 5 year plans, external institution, inflation, agriculture, industry
1. National income...
এখানে indian economy সম্পর্কে ধারণা.. national income calculation.. gdp calculation. Gdp gnp. Ndp. Nnp. Tax. Cost. Price. Subsidy. Gva eisob. বিভিন্ন ধরনের economy r definition ও example.
2. Fiscal policy.
কাকে বলে,.উদ্দেশ্য কি, কীভাবে ও কী মাথায় রেখে এটা করা হয়,. Budget. Receipt. Expenditure এর type . Deficits. Deficit financing.. zero based budgeting এইসব।
3. Inflation.
কেন হয়। কত রকম হয়। কীভাবে control হয়। কে কে সেটা পারে। Business cycle কি এইসব।
4. Banking
Rbi এর ভূমিকা. Monetary policy. বাকী bank গুলোর ভূমিকা. Rbi এর বিভিন্ন credit control policies. Developmental activities. Bsi. Basel norms. Stock of money. Priority sector. Defaulter. Npa. এইসব।
5. Agriculture.
Indian economy তে ভূমিকা. Storage and supply. এখানে msp .. buffer. এইসব। Fci এর ভূমিকা।. National food security.
6. Industries
Industrial policy গুলো. কীভাবে সেগুলো development হয়েছে।. এখন কীভাবে হয়।. LPG র পর কীভাবে হয়েছে। Miniratna . Maharatna . Nabaratna এগুলো। Small and agro industries.
7. Unemployment and poverty
8. Census
9. International organisations
10. Capital market.
11. Planning
12. LPG model
13. Tax structure
এগুলোর ওপর জোর দেবে। আরো ছোট ছোট কিছু আছে । জায়গার অভাবে দেওয়া গেলনা।
বই হিসেবে রমেশ সিং পড়তে পারো। সুবিধার জন্য বাঙলাতে সুব্রত গুপ্ত দেখতে পারো।
তোমাদের অনেকে প্রিপারেশনে কিছুটা এগিয়ে আছো।তারা কিছুটা ঠিক করতে পারো কোনটা কাজের আর কোনটা নয়।তারা নিজের মতো সাজিয়ে নাও।কিন্তু যারা একদম নতুন করে পড়াশোনা শুরু করলে তাদের বলব আগে টেক্সট পড়ো।তার পরে সাজেসটিভ পড়ো।বাকী অবশ্যই তোমার চয়েস।মেনে এই বিষয়টায় 100 নম্বর থাকবে।তাহলে এটার থেকে পালিয়ে যেও না। আগে পড়ে থাকলেও avoid কোরোনা।
এর পর কোনো প্রশ্ন থাকলে জানাও।..

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

Current Affairs

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES