PART: 19 || #WBCS #2020 19TH OF #MAINS SERIES

আজ এসো , দেখেনি কেমিস্ট্রি কি পড়বে।
এখানে প্রশ্ন হবে উদাহরণ ভিত্তিক। দৈনন্দিন ঘটনা, বিভিন্ন একসেপশন নিয়ে। ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রশ্ন বেশী। নীচের চ্যাপ্টার গুলো দেখে যাও কোনো মাধ্যমিকের বই থেকে।
Chemical Substances - Nature and Behaviour
Chemical reactions: Chemical equation, Balanced chemical equation, implications of a balanced chemical equation, types of chemical reactions: combination, decomposition, displacement, double displacement, precipitation, neutralization, oxidation and reduction.
Acids, bases and salts: Their definitions in terms of furnishing of H+ and OH- ions, General properties, examples and uses, concept of pH scale(Definition relating to logarithm not required), importance of pH in everyday life; preparation and uses of sodium hydroxide, Bleaching powder, Baking soda, Washing soda and Plaster of Paris.
Metals and non metals: Properties of metals and non-metals, reactivity series, formation and properties of ionic compounds, basic metallurgical processes, corrosion and its prevention.
Carbon compounds: Covalent bonding in carbon compounds. Versatile nature of carbon. Homologous series Nomenclature of carbon compounds containing functional groups (halogens, alcohol, ketones, aldehydes, alkanes and alkynes), difference between saturated hydrocarbons and unsaturated hydrocarbons. Chemical properties of carbon compounds (combustion, oxidation, addition and substitution reaction). Ethanol and Ethanoic acid (only properties and uses), soaps and detergents.
Periodic classification of elements: Need for classification, Modern periodic table, gradation in properties, valency, atomic number, metallic and non-metallic properties.
Definition of matter; solid, liquid and gas; characteristics - shape, volume, density; change of state-melting (absorption of heat), freezing, evaporation (cooling by evaporation), condensation, sublimation.
Nature of matter: Elements, compounds and mixtures. Heterogenous and homogenous mixtures, colloids and suspensions.
Particle nature, basic units: Atoms and molecules, Law of constant proportions, Atomic and molecular masses. Mole concept : Relationship of mole to mass of the particles and numbers.
Structure of atoms: Electrons, protons and neutrons, valency, chemical formula of common compounds. Isotopes and Isobars.
Radioactivity: definition and units. Availability of uranium and thorium in india. Its isotopes. Heaviest and lighest.
Glass: types and structures and their uses.
পড়াশোনা হবে অবশ্যই অবশ্যই ইংরেজি বই থেকে। একটা চ্যাপ্টার ভালো করে পড়ে সেটা থেকে নিজের বোঝার মতন খাতা বানাও। দিয়ে বারবার মক দাও।
CBSE র নাইন টেনের বই। অথবা TATA MCGRAWHILL এর জেনারেল সায়েন্স আর টেকনোলজি পড়ো।
আরো কিছু পয়েন্ট মনে রাখতে পারো।
কেমিস্ট্রি ভালো করে পড়তে গেলে কিছু বিষয় খেয়াল করো। আগে পিরিওডিক টেবিল টা ভালো করে বোঝো। পিরিওডিক টেবিলে
Electronegativity
Ionization energy
Atomic radius
Electron affinity
এগুলো যদি বোঝো তাহলে কাজটা অর্ধেক শেষ। মনে রাখাও সহজ।সেরকম যে কোনো রিঅ্যাকশন যদি জারণ বিজারণ সংখ্যা দিয়ে মনে রাখো তাহলে কেমিস্ট্রি মনে রাখা একটুও কষ্ট নেই।তেমনি সব ইকোয়েশনের একটা বেসিক নেচার হয়। সেটা মনে রাখলেই কেল্লা ফতে।
আর পারলে ছোট ছোট টেবিল বানাও। যেমন বিভিন্ন বিশেষ কম্পাউন্ড আর তাদের নাম, আকরিক থেকে আসল মৌল বের করার পদ্ধতি, বিভিন্ন সংকর ধাতু ও তাতে কোন মৌল কতটা পারসেন্ট এই ধরনের।
এর পরদিন বায়োলজি।

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

Current Affairs

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES