PART: 4 || #WBCS #2020 4TH OF #MAINS SERIES
বন্ধুরা, আজকের পোস্টে আমরা ডবলু বি সি এস এর পরীক্ষাটা ভালো করে বুঝবো। এই পরীক্ষাতে তিনটে লেয়ার। প্রিলি, মেন, পারসোনালিটি টেস্ট। প্রিলি হবে 200 নম্বর। আড়াই ঘণ্টা। সাবজেক্ট ভাগটা দেখো। ইতিহাস 50 ভূগোল 25 ইংরেজি 25 কারেন্টঅ্যাফেয়ার্স 25 সায়েন্স(ফিজিক্স, কেমিস্ট্রি,বায়োলজি,কম্পিউটার) 25 অঙ্ক আর জি আই 25 ইকনমিক্স আর পলিটি 25 যদি পাশ করো তাহলে মেন দেবার যোগ্যতা পাবে।কিন্তু এখান থেকে কোনো নম্বর পরে যোগ হবেনা। মেন চারদিনের মেন। 1। বাংলা ডেসক্রিপটিভ।200। 9টা থেকে 12 টা। ইংরেজি ডেসক্রিপটিভ, 200। 2 টা থেকে 5টা। 2। ইতিহাস ভূগোল 100 করে 200। অবজেকটিভ। 9টা থেকে 12 টা। সায়েন্স আর টেকনোলজি 200। এখানে ফিজিক্স ,কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার,জি কে, কারেন্টঅ্যাফেয়ার্স সবে মিলে। অবজেকটিভ। 2টো থেকে 5 টা। 3। ইকনমিক্স আর পলিটি 100 করে 200। 9টা থেকে 12 টা । অবজেকটিভ। অঙ্ক আর জি আই 100 করে 200। 2 টা থেকে 5 টা। 4। অপশনাল ডেসক্রিপটিভ পেপার 1 অপশনাল ডেসক্রিপটিভ পেপার 2। মেন পাশ করাটা অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে। সবচেয়ে বেশী তোমার পড়াশোনা। সে বছরের পেপারের স্ট্যান্...