Posts

Showing posts from July, 2019

PART: 4 || #WBCS #2020 4TH OF #MAINS SERIES

বন্ধুরা, আজকের পোস্টে আমরা ডবলু বি সি এস এর পরীক্ষাটা ভালো করে বুঝবো। এই পরীক্ষাতে তিনটে লেয়ার। প্রিলি, মেন, পারসোনালিটি টেস্ট। প্রিলি হবে 200 নম্বর। আড়াই ঘণ্টা। সাবজেক্ট ভাগটা দেখো। ইতিহাস 50 ভূগোল 25 ইংরেজি 25 কারেন্টঅ্যাফেয়ার্স 25 সায়েন্স(ফিজিক্স, কেমিস্ট্রি,বায়োলজি,কম্পিউটার) 25 অঙ্ক আর জি আই 25 ইকনমিক্স আর পলিটি 25 যদি পাশ করো তাহলে মেন দেবার যোগ্যতা পাবে।কিন্তু এখান থেকে কোনো নম্বর পরে যোগ হবেনা। মেন চারদিনের মেন। 1। বাংলা ডেসক্রিপটিভ।200। 9টা থেকে 12 টা। ইংরেজি ডেসক্রিপটিভ, 200। 2 টা থেকে 5টা। 2। ইতিহাস ভূগোল 100 করে 200। অবজেকটিভ। 9টা থেকে 12 টা। সায়েন্স আর টেকনোলজি 200। এখানে ফিজিক্স ,কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার,জি কে, কারেন্টঅ্যাফেয়ার্স সবে মিলে। অবজেকটিভ। 2টো থেকে 5 টা। 3। ইকনমিক্স আর পলিটি 100 করে 200। 9টা থেকে 12 টা । অবজেকটিভ। অঙ্ক আর জি আই 100 করে 200। 2 টা থেকে 5 টা। 4। অপশনাল ডেসক্রিপটিভ পেপার 1 অপশনাল ডেসক্রিপটিভ পেপার 2। মেন পাশ করাটা অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে। সবচেয়ে বেশী তোমার পড়াশোনা। সে বছরের পেপারের স্ট্যান্...

PART: 3 || #WBCS #2020 3RD OF #MAINS SERIES

Mains series 3 বই নিয়ে বসবার আগে মানসিকতা তৈরী করো। বন্ধুরা, কুড়িকুড়ির আসল আলোচনা শুরুর আগে এই পোস্টটা করা খুব জরুরি মনে হল আমার। এই পোস্টটা গাইডলাইন নিয়ে পোস্ট। দেখো পড়তে গিয়ে সবচেয়ে অসুবিধা হয় কিভাবে পড়বো সেটা নিয়ে।এর জন্য নানা মুনির নানা মত। যারা পাশ করে নিজের মতামত দিচ্ছেন তাদের প্রত্যেকের মত সত্যি। কিন্তু রাস্তা আলাদা। এখানে প্রশ্ন হল আমার কোনটা স্যুট করে। আমি কোনটা পারবো। এর জন্য সবচেয়ে ভালো একজন বা দুজনের মতামত নেওয়া। দিয়ে একটা পছন্দ করা। কিন্তু তার পরও আমাদের নানান সমস্যা। যেমন বলি, ইংরেজিতে পড়তে অসুবিধা। টেক্সট বই বড়ো হলে অসুবিধা। খবরের কাগজ পড়তে অসুবিধা। সব আমাদের হাতে রেডিমেড চাই। যত কম পরিশ্রম হয় আর কি। তাহলে আমার কয়েকটা কথার জবাব দাও। তুমি যে মেয়েটা বা ছেলেটাকে ভালোবাসো তার বদলে আর কেউ এলে চলবে? তুমি রোজ রাতে যা খাও সেটা বদলে দিলে? তুমি যে ভাষায় কথা বলেথা বলো সেটা কেউ পালটে দিতে বললে? রোজ রাতে কেউ ঘুমাতে না দিলে? জোর করে বিয়ে দিলে? সবেতেই তো সমস্যা। তুমি WBCS জয়েন করে যদি সরকার বলে ভাই তোমাকে দুহাজার করে মাইনে দেব। চলবে? পে কমিশন না হলে সমস্যা। ডি ...

PART: 2 || #WBCS #2020 2ND OF #MAINS SERIES

WBCS 2020 MAINS বন্ধুরা এসো শুরু করে দিই কুড়িকুড়ির যাত্রা। সব বারেই যেরকম শুরু করি , এবারেও সেই সব বেসিক জায়গাগুলো আগে আলোচনা করে নিই। আমি এক এক করে আলোচনা করছি। আজ সেটার প্রথম পর্ব।তোমরা দেখো। WBCS পড়তে হবে সবসময় মেন ধরে। কেন? প্রিলিতে আর মেনে কি কি সাবজেক্ট আছে ভালো করে দেখো তোমরা। ইতিহাসে 50 ভূগোলে 25 ইংরেজি 25 ইকনমিক্স পলিটি 25 অঙ্ক জি আই 25 কারেন্ট অ্যাফেয়ার্স 25 সায়েন্স 25 এবার মেনেরটা রেখো। ইতিহাস 100। এই ইতিহাস যদি ভালো করে টেক্সট বই থেকে পড়ো তাহলে প্রিলির জন্য আলাদা করে পড়তে হয়না। তাহলে মেন হলে অটোমেটিক প্রিলিও হবে। ভূগোল 100। এটা পড়ে নিলে প্রিলির 25 নম্বর হয়ে গেল। ইকনমিক্স আর পলিটি 200, এটা মেনের মতন পড়লে প্রিলির 25 হয়ে গেল। অঙ্ক জি আই 200। এটা করে নিলে প্রিলির 25 হয়ে গেল। সায়েন্স, পরিবেশ বিদ্যা, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স হলে প্রিলিরটাও হয়ে গেল। এবার বুঝছোকি? টার্গেট করো মেন। প্রিলি না। আগে প্রিলিটা পাশ করে মেন পড়বো এই থিয়োরি চলবেনা বস। প্রিলি পাশ করে চাকরী হবেনা। চাকরী পেতে গেলে পাশ করতে হবে মেন। আর মেনের ভালো প্রিপারেশন থাকলে আদৌ ওই ইংরেজি অবজেকটিভ...

PART: 1 || #WBCS #2020 1ST OF #MAINS SERIES

WBCS 2020 কালকে সবে মেন শেষ হল। এবার সবার মধ্যে আসন্ন প্রিলির মানসিকতা তৈরি হবে। তবে এই মেন দেবার আগে বা পরে টেকনিক্যালি মেন অ্যাটেম্ট করবার কিছু পদ্ধতি আমার মনে হয় মেনটেন করা ভালো। আরেকটা মেন চলে আসবার আগে কয়েকটা কথা বলি। 1। দুবেলা করে চারদিন আটবেলা মেন বারবার দেয়া যাবেনা। দুবার , বড়জোর তিনবার। আর এর মধ্যে চাকরী সিওর করতে হবে। এবার অঙ্ক যা হয় হোক। বা এবার অপশনাল টা দেবোনা এই জাতীয় থিয়োরি একদম চলবেনা। যেবারই দেবে , দিতে হবে সব শক্তি দিয়ে।পরেরবার কথাটা যত কম আসে তত ভালো। 2। ল্যাঙ্গুয়েজ পেপার, অঙ্ক, অপশনাল এইগুলো স্টেজ মেকাপ মানে পরীক্ষার একমাস আগে শুরু করলে মহা বিপদ। এগুলো করতে হবে সারা বছর।নাহলে সরাসরি যারা হলে গিয়ে বাঙলা বা ইংরেজি লিখছো, লেখার কোয়ালিটি যা হবে , যে সারাবছর পড়েছে তার মতন হবেনা। 3। পড়ার সবচেয়ে বেশি জোর পড়বে সেইসব সাবজেক্টে যেগুলোতে প্রশ্ন আসে সবচেয়ে বেশি। ওই সায়েন্স পারছিনা, জি কে পড়িনি এসব নিশ্চিত ভাববে। তার আগে ভাবো ইতিহাসের দেড়শো নম্বর পড়া হল কিনা। কিংবা অঙ্কে মিনিটে কটা করতে পারছো।কেননা এই পেপার ঝুলে গেলে নম্বর তোলা চাপ। 4। মেন দিতে গেলে সবচেয়ে বেশি দরকার ম...