PART: 2 || #WBCS #2020 2ND OF #MAINS SERIES

WBCS 2020 MAINS
বন্ধুরা
এসো শুরু করে দিই কুড়িকুড়ির যাত্রা। সব বারেই যেরকম শুরু করি , এবারেও সেই সব বেসিক জায়গাগুলো আগে আলোচনা করে নিই। আমি এক এক করে আলোচনা করছি। আজ সেটার প্রথম পর্ব।তোমরা দেখো।
WBCS পড়তে হবে সবসময় মেন ধরে। কেন?
প্রিলিতে আর মেনে কি কি সাবজেক্ট আছে ভালো করে দেখো তোমরা।
ইতিহাসে 50 ভূগোলে 25 ইংরেজি 25 ইকনমিক্স পলিটি 25 অঙ্ক জি আই 25 কারেন্ট অ্যাফেয়ার্স 25 সায়েন্স 25
এবার মেনেরটা রেখো।
ইতিহাস 100। এই ইতিহাস যদি ভালো করে টেক্সট বই থেকে পড়ো তাহলে প্রিলির জন্য আলাদা করে পড়তে হয়না। তাহলে মেন হলে অটোমেটিক প্রিলিও হবে।
ভূগোল 100। এটা পড়ে নিলে প্রিলির 25 নম্বর হয়ে গেল।
ইকনমিক্স আর পলিটি 200, এটা মেনের মতন পড়লে প্রিলির 25 হয়ে গেল।
অঙ্ক জি আই 200। এটা করে নিলে প্রিলির 25 হয়ে গেল।
সায়েন্স, পরিবেশ বিদ্যা, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স হলে প্রিলিরটাও হয়ে গেল।
এবার বুঝছোকি? টার্গেট করো মেন। প্রিলি না।
আগে প্রিলিটা পাশ করে মেন পড়বো এই থিয়োরি চলবেনা বস। প্রিলি পাশ করে চাকরী হবেনা। চাকরী পেতে গেলে পাশ করতে হবে মেন। আর মেনের ভালো প্রিপারেশন থাকলে আদৌ ওই ইংরেজি অবজেকটিভ ছাড়া আর কিছু আলাদা করে পড়তে হবেনা।এবার এটার মধ্যেও কোথায় বেশী জোর দেবে সেটা নিয়ে করবো পরের পোস্ট।
তোমরা তাই একটু সময় করে একটা হোমওয়ার্ক করো। মেনে কোন সাবজেক্টে মোটামুটি কত নম্বর আছে সেটা বানাও। আর টেক্সট বই এক জায়গায় করতে থাকো।কি বই ভালো। বা লিস্ট আর রুটিন আমি পোস্ট করবো। আপাতত তোমাদের কাজ ভালো করে নম্বর অ্যানালিসিস করা।
বই এর নাম, পড়ার রুটিন দেবো। সময় করে করে। dont worry.

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

PART: 19 || #WBCS #2020 19TH OF #MAINS SERIES

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES