PART: 3 || #WBCS #2020 3RD OF #MAINS SERIES
Mains series 3
বই নিয়ে বসবার আগে মানসিকতা তৈরী করো।
বন্ধুরা,
কুড়িকুড়ির আসল আলোচনা শুরুর আগে এই পোস্টটা করা খুব জরুরি মনে হল আমার। এই পোস্টটা গাইডলাইন নিয়ে পোস্ট। দেখো পড়তে গিয়ে সবচেয়ে অসুবিধা হয় কিভাবে পড়বো সেটা নিয়ে।এর জন্য নানা মুনির নানা মত। যারা পাশ করে নিজের মতামত দিচ্ছেন তাদের প্রত্যেকের মত সত্যি। কিন্তু রাস্তা আলাদা। এখানে প্রশ্ন হল আমার কোনটা স্যুট করে। আমি কোনটা পারবো। এর জন্য সবচেয়ে ভালো একজন বা দুজনের মতামত নেওয়া। দিয়ে একটা পছন্দ করা। কিন্তু তার পরও আমাদের নানান সমস্যা। যেমন বলি,
ইংরেজিতে পড়তে অসুবিধা। টেক্সট বই বড়ো হলে অসুবিধা। খবরের কাগজ পড়তে অসুবিধা। সব আমাদের হাতে রেডিমেড চাই। যত কম পরিশ্রম হয় আর কি।
তাহলে আমার কয়েকটা কথার জবাব দাও।
তুমি যে মেয়েটা বা ছেলেটাকে ভালোবাসো তার বদলে আর কেউ এলে চলবে?
তুমি রোজ রাতে যা খাও সেটা বদলে দিলে?
তুমি যে ভাষায় কথা বলেথা বলো সেটা কেউ পালটে দিতে বললে?
রোজ রাতে কেউ ঘুমাতে না দিলে? জোর করে বিয়ে দিলে?
সবেতেই তো সমস্যা।
তুমি WBCS জয়েন করে যদি সরকার বলে ভাই তোমাকে দুহাজার করে মাইনে দেব। চলবে? পে কমিশন না হলে সমস্যা। ডি এ না হলে সমস্যা। কাজে প্রেসার থাকলে নেবনা। শহরে পোস্টিং চাই। সব শুধু তোমাকে দিতে হবে । আর তুমি সেটা পেতে গেলে যে খাটনি দিতে হবে সেটাই দেবেনা। এটা আদৌ হবে?
ভাইলোগ, আজ তুমি না পারলে আরেকজন পারবে। তুমি অঙ্ক না পারলে আরেকজন পারবে। তুমি টেক্সট না পড়লে আরেকজন পড়বে। তোমার জন্য কারুর কিস্স্যু যায় আসে না।
তুমার মন বসে না। তোমার বয়ফ্রেন্ড্ ধোকা দিয়েছে।তুমি ফ্রিকল মাইন্ড। তাতে পি এস সির কি যায় আসে ভাই। করলে করো। নাহলে মরো। এর বাইরে কিছুই হবেনা।
তাই হাজারটা এক্সকিউজ না দিয়ে ভালো করে পড়তে বসো। আজ যে লোকটার জন্য বুক ফাটছে। চাকরী না পেলে লাথি সেও মারবে। হয় লড়ো। নাহলে হারিয়ে যাউ। পৃথিবীতে তুমি না থাকলে তুমার বাপমা ছাড়া, কারোর কিচ্ছু ছেঁড়া যায়না।
বলার কথা বললাম। এবার সিদ্ধান্ত তোমার। চার নম্বর পোস্টে সাবজেক্ট এর ভাগ। নম্বর, আর কোথায় জোর দিয়ে পড়বো সেই নিয়ে বলবো। গেলাম আজ।
আর তাড়া দিওনা। আমি ঠিক সময় মতু পোস্ট দেব। কারোর তাড়া হলে ফোন করে নেবে।
Comments
Post a Comment
Your valuable comments give me the Inspiration to write such kind of crucial post. So, don't forget to write a comment after reading each post. However, please don't comment absurd word which hurt me.