PART: 1 || #WBCS #2020 1ST OF #MAINS SERIES
WBCS 2020
কালকে সবে মেন শেষ হল। এবার সবার মধ্যে আসন্ন প্রিলির মানসিকতা তৈরি হবে। তবে এই মেন দেবার আগে বা পরে টেকনিক্যালি মেন অ্যাটেম্ট করবার কিছু পদ্ধতি আমার মনে হয় মেনটেন করা ভালো। আরেকটা মেন চলে আসবার আগে কয়েকটা কথা বলি।
কালকে সবে মেন শেষ হল। এবার সবার মধ্যে আসন্ন প্রিলির মানসিকতা তৈরি হবে। তবে এই মেন দেবার আগে বা পরে টেকনিক্যালি মেন অ্যাটেম্ট করবার কিছু পদ্ধতি আমার মনে হয় মেনটেন করা ভালো। আরেকটা মেন চলে আসবার আগে কয়েকটা কথা বলি।
1। দুবেলা করে চারদিন আটবেলা মেন বারবার দেয়া যাবেনা। দুবার , বড়জোর তিনবার। আর এর মধ্যে চাকরী সিওর করতে হবে। এবার অঙ্ক যা হয় হোক। বা এবার অপশনাল টা দেবোনা এই জাতীয় থিয়োরি একদম চলবেনা। যেবারই দেবে , দিতে হবে সব শক্তি দিয়ে।পরেরবার কথাটা যত কম আসে তত ভালো।
2। ল্যাঙ্গুয়েজ পেপার, অঙ্ক, অপশনাল এইগুলো স্টেজ মেকাপ মানে পরীক্ষার একমাস আগে শুরু করলে মহা বিপদ। এগুলো করতে হবে সারা বছর।নাহলে সরাসরি যারা হলে গিয়ে বাঙলা বা ইংরেজি লিখছো, লেখার কোয়ালিটি যা হবে , যে সারাবছর পড়েছে তার মতন হবেনা।
3। পড়ার সবচেয়ে বেশি জোর পড়বে সেইসব সাবজেক্টে যেগুলোতে প্রশ্ন আসে সবচেয়ে বেশি। ওই সায়েন্স পারছিনা, জি কে পড়িনি এসব নিশ্চিত ভাববে। তার আগে ভাবো ইতিহাসের দেড়শো নম্বর পড়া হল কিনা। কিংবা অঙ্কে মিনিটে কটা করতে পারছো।কেননা এই পেপার ঝুলে গেলে নম্বর তোলা চাপ।
4। মেন দিতে গেলে সবচেয়ে বেশি দরকার মানসিক আর শারীরিক ভাবে সুস্থ থাকা।তাই যা পড়ার কাজ সেটা মেনের একদিন আগেই শেষ করো। মেনের দিনগুলো ভালো করে ঘুমাও। নালে রাত জেগে দুবেলা চারদিন পরীক্ষা দিতে গেলে সেটা খারাপ হয়ে যায়।
5। পড়ো সারাবছর। পরীক্ষা হয়ে গেছে বলে একমাস ঘুরে বেড়িওনা।
6। কঠিন প্রশ্ন হলে সেটা কিভাবে ফেস করতে হয় আগে শেখো। এটাতে সুবিধা হল যারা বই পড়েনি বা জিকে মুখস্থ করা পাবলিক তারা এমনিই বাদ যায়। কিন্তু তোমাকে সিওর করতে হবে তুমি আন্দাজে মারোনি।
আমি আগের বার গুলোর মতো বিষয়ভিত্তিক আলোচনা শুরু করবো আবার। তোমরাও দুদিন ব্রেক নাও। তারপর বসে পড়ো। মনে রেখো। ঠিক দুদিন। কোনো প্রশ্ন থাকলি করো। কাট অফ বাদে। এই পরীক্ষাতে সব মিলে 700 প্লাস খুব ভালো। for group A B.
Comments
Post a Comment
Your valuable comments give me the Inspiration to write such kind of crucial post. So, don't forget to write a comment after reading each post. However, please don't comment absurd word which hurt me.