PART: 23 || #WBCS #2020 23RD OF #MAINS SERIES
পড়াটা একটু গুছিয়ে নিতে হবে।
বন্ধুরা, তোমাদের সাথে অনেক আলাপ আলোচনার পর এটা কেন জানি না খুব মনে হয় যে WBCS এর জন্য কি পড়বো আর কতোটা। যেটা পড়ছি সেটা কি ঠিক? বেশী বা কম হচ্ছেনা তো? নাকি যেটা দরকার সেটাই বাদ চলে যাচ্ছে? যা পড়ছি সব ভুলে যাই। এইসব প্রশ্ন রোজ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমাদের। পড়তে বসতে গেলে এত বড়ো বই দেখে পড়ার আগ্রহটাই চলে যাচ্ছে।সেসব উত্তর খোঁজার জন্য এই পোস্ট।
এখানে বলি, মোটামুটি গুরুত্বপূর্ণ সব সাবজেক্টে আমি পোস্ট করে সেটার কি কি ইমপরট্যান্ট চ্যাপ্টার পড়তে হবে সেটা বলেই দিয়েছিলাম।আর সেই সুত্রে বলি, এ পরীক্ষাতে পাশ করবার একটাই রাস্তা হল টেক্সট বই খুঁটিয়ে পড়া।এসো বাকিগুলো দেখি।
কমপিটিটিভ ইনস্টিটিউটগুলো সেদিক দিয়ে কি পড়তে হবে আর কি হবেনা তার একটা ধারণা দেয়।কিন্তু মনে রেখো তার থেকেও বেশি ছেলে মেয়ে নিজে পড়ে চান্স পায়।সিনিয়রদের সাহায্য নিয়ে কিংবা ভালো বইটা পড়ে।তারাও তো পারে।কাজেই ইনস্টিটিউট জরুরি না।আর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যে সব স্ট্যান্ডার্ড টেক্সট বই লেখা হয়েছে সেগুলো সবই প্রায় দরকারী চ্যাপ্টারগুলো কভার করেই।হ্যাঁ দুটো চারটে বিষয় হয়তো বাদ গেলো কিন্তু তাতেও বিরাট কিছু পরিবর্তন হবেনা।সেটা অন্য বই থেকে দেখা যেতেই পারে।যাই হোক। দেখো।
1। WBCS এর জন্য বই পড়বার পাশাপাশি একটু পুরোনো বছরের প্রিলি বা মেনের প্রশ্নগুলো একটু স্টাডি করো।কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সেক্ষেত্রে অন্য রাজ্যের সিভিল সার্ভিসের প্রশ্নও দেখতে পারো। এখানে ইতিহাস ভূগোল ইকনমিক্স আর পলিটির টপিক গুলো আইডেন্টিফাই করা যায়। সেখান থেকেই চ্যাপ্টার বলা যাবে।
2। মনে রেখো, একটা বই মোটা হলেও ধরো তাতে যদি 20টা চ্যাপ্টার থাকে সেখানে তোমার প্রিপারেশনটাও কিন্তু এক বছরের হবে।আর সেই সময় ছটা সাবজেক্ট আরামসে শেষ হবে। সেখানে কিভাবে শেষ হবে সেটি না ভেবে শুধু দিনের পড়াটা পড়ে যাও।ভেবে যত সময় নষ্ট করবে তত সমস্যা বাড়বে।আর পড়াটা এগোবেনা।
3 । কোনো একটা বিষয়ে পড়া শুরু করবার আগে আগের দিন সেই বিষয়টায় কি পড়েছিলে সেটা একবার চোখ বুলিয়ে নাও।জাস্ট একবার রিডিং দাও। সেটুকুও বিরাট রিভিশনের কাজ করবে।
4 । নিয়মিত পরীক্ষা দেয়া প্রিপারেশনের একটা জরুরি অংশ। এটার জন্য ইনস্টিটিউটের হেল্প নেয়া যেতে পারে। যেখানে অনেক তথ্য মনে রাখার জায়গা। সেখানে ছোট ছোট টেবিল বানিয়ে রিভিশন করো রোজ।
5। কুনো বিষয় একেবারে না বুঝতে পারলে সেই টপিক নিয়ে গুগল করতে পারো।প্রথমেই সাহায্য নিওনা।এতে তুমার প্রিপারেশন অনেক ভালো হবে।
6। এতো কিছু কিকরে পড়বো। এটা না ভেবে , দিনির রুটিনটা শিষ করো মন দিয়ে।কবে শিষ হবে এই নিয়ে চিন্তা ছাড়ো।
তোমাদের উদ্দেশ্য হবে একটা চ্যাপ্টার পড়া। দিয়ে পুরোনো সালের প্রশ্নগুলো স্টাডি করা।সেখান থেকে কিরম প্রশ্ন আসে সেটা দেখা। যেটা পড়লে সেটার দরকারি জায়গাগুলো খাতায় লিখে রাখা।প্রয়োজনে টেবিল বানিয়ে সেটা রিভিশন করা। আর এই কাজটা এক বছর চালিয়ে যাওয়া।সাত দিন পড়ে ক্লান্ত হয়ে গেলে হবেনা।দরকার পড়লে একটু সিনিয়রের সাথে আলোচনা করে নেয়াটা ভালোই।তবে মনে রেখো পাশ তুমি নিজের আত্মবিশ্বাসেই করবে। তাই আগে থেকে হেরে যেওনা।আজ গেলাম।
আমি সব বইগুলো এক জায়গায় দিয়ে দিলাম।
Indias ancient past : R. S. Sharma
medieval Indian hist: satis chandra
modern Indian hist: Bipan chandra
indian geography by majid hussain
Indian economy : Ramesh sing
Indian polity : M. Laxmikanth
GI. R.S. Agarwal
eng. P.k. De sarkar
general science of Tata mcgrawhill
practice set: manohar pandey 14000 qs for civil services
know your state: west Bengal1।
বন্ধুরা, তোমাদের সাথে অনেক আলাপ আলোচনার পর এটা কেন জানি না খুব মনে হয় যে WBCS এর জন্য কি পড়বো আর কতোটা। যেটা পড়ছি সেটা কি ঠিক? বেশী বা কম হচ্ছেনা তো? নাকি যেটা দরকার সেটাই বাদ চলে যাচ্ছে? যা পড়ছি সব ভুলে যাই। এইসব প্রশ্ন রোজ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমাদের। পড়তে বসতে গেলে এত বড়ো বই দেখে পড়ার আগ্রহটাই চলে যাচ্ছে।সেসব উত্তর খোঁজার জন্য এই পোস্ট।
এখানে বলি, মোটামুটি গুরুত্বপূর্ণ সব সাবজেক্টে আমি পোস্ট করে সেটার কি কি ইমপরট্যান্ট চ্যাপ্টার পড়তে হবে সেটা বলেই দিয়েছিলাম।আর সেই সুত্রে বলি, এ পরীক্ষাতে পাশ করবার একটাই রাস্তা হল টেক্সট বই খুঁটিয়ে পড়া।এসো বাকিগুলো দেখি।
কমপিটিটিভ ইনস্টিটিউটগুলো সেদিক দিয়ে কি পড়তে হবে আর কি হবেনা তার একটা ধারণা দেয়।কিন্তু মনে রেখো তার থেকেও বেশি ছেলে মেয়ে নিজে পড়ে চান্স পায়।সিনিয়রদের সাহায্য নিয়ে কিংবা ভালো বইটা পড়ে।তারাও তো পারে।কাজেই ইনস্টিটিউট জরুরি না।আর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যে সব স্ট্যান্ডার্ড টেক্সট বই লেখা হয়েছে সেগুলো সবই প্রায় দরকারী চ্যাপ্টারগুলো কভার করেই।হ্যাঁ দুটো চারটে বিষয় হয়তো বাদ গেলো কিন্তু তাতেও বিরাট কিছু পরিবর্তন হবেনা।সেটা অন্য বই থেকে দেখা যেতেই পারে।যাই হোক। দেখো।
1। WBCS এর জন্য বই পড়বার পাশাপাশি একটু পুরোনো বছরের প্রিলি বা মেনের প্রশ্নগুলো একটু স্টাডি করো।কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সেক্ষেত্রে অন্য রাজ্যের সিভিল সার্ভিসের প্রশ্নও দেখতে পারো। এখানে ইতিহাস ভূগোল ইকনমিক্স আর পলিটির টপিক গুলো আইডেন্টিফাই করা যায়। সেখান থেকেই চ্যাপ্টার বলা যাবে।
2। মনে রেখো, একটা বই মোটা হলেও ধরো তাতে যদি 20টা চ্যাপ্টার থাকে সেখানে তোমার প্রিপারেশনটাও কিন্তু এক বছরের হবে।আর সেই সময় ছটা সাবজেক্ট আরামসে শেষ হবে। সেখানে কিভাবে শেষ হবে সেটি না ভেবে শুধু দিনের পড়াটা পড়ে যাও।ভেবে যত সময় নষ্ট করবে তত সমস্যা বাড়বে।আর পড়াটা এগোবেনা।
3 । কোনো একটা বিষয়ে পড়া শুরু করবার আগে আগের দিন সেই বিষয়টায় কি পড়েছিলে সেটা একবার চোখ বুলিয়ে নাও।জাস্ট একবার রিডিং দাও। সেটুকুও বিরাট রিভিশনের কাজ করবে।
4 । নিয়মিত পরীক্ষা দেয়া প্রিপারেশনের একটা জরুরি অংশ। এটার জন্য ইনস্টিটিউটের হেল্প নেয়া যেতে পারে। যেখানে অনেক তথ্য মনে রাখার জায়গা। সেখানে ছোট ছোট টেবিল বানিয়ে রিভিশন করো রোজ।
5। কুনো বিষয় একেবারে না বুঝতে পারলে সেই টপিক নিয়ে গুগল করতে পারো।প্রথমেই সাহায্য নিওনা।এতে তুমার প্রিপারেশন অনেক ভালো হবে।
6। এতো কিছু কিকরে পড়বো। এটা না ভেবে , দিনির রুটিনটা শিষ করো মন দিয়ে।কবে শিষ হবে এই নিয়ে চিন্তা ছাড়ো।
তোমাদের উদ্দেশ্য হবে একটা চ্যাপ্টার পড়া। দিয়ে পুরোনো সালের প্রশ্নগুলো স্টাডি করা।সেখান থেকে কিরম প্রশ্ন আসে সেটা দেখা। যেটা পড়লে সেটার দরকারি জায়গাগুলো খাতায় লিখে রাখা।প্রয়োজনে টেবিল বানিয়ে সেটা রিভিশন করা। আর এই কাজটা এক বছর চালিয়ে যাওয়া।সাত দিন পড়ে ক্লান্ত হয়ে গেলে হবেনা।দরকার পড়লে একটু সিনিয়রের সাথে আলোচনা করে নেয়াটা ভালোই।তবে মনে রেখো পাশ তুমি নিজের আত্মবিশ্বাসেই করবে। তাই আগে থেকে হেরে যেওনা।আজ গেলাম।
আমি সব বইগুলো এক জায়গায় দিয়ে দিলাম।
Indias ancient past : R. S. Sharma
medieval Indian hist: satis chandra
modern Indian hist: Bipan chandra
indian geography by majid hussain
Indian economy : Ramesh sing
Indian polity : M. Laxmikanth
GI. R.S. Agarwal
eng. P.k. De sarkar
general science of Tata mcgrawhill
practice set: manohar pandey 14000 qs for civil services
know your state: west Bengal1।
Comments
Post a Comment
Your valuable comments give me the Inspiration to write such kind of crucial post. So, don't forget to write a comment after reading each post. However, please don't comment absurd word which hurt me.