PART: 7 || #WBCS #2020 7TH OF #MAINS SERIES

বন্ধুরা
এসো আজ দেখে নি নম্বরের গুরুত্ব অনুযায়ী পড়াশোনাটা সময় ধরে কীভাবে ভাগ করবে। এটা আমি তিন রকম দেব। যারা অপশনাল নিয়ে দেবে, যারা সেটা ছাড়া দেবে আর যারা চাকরি করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের আছে সেটা হল খবরের কাগজ।কেন?
খবরের কাগজের ইংরেজি প্রতিশব্দ, যেগুলো প্রিলির অবজেকটিভ এর জন্য লাগে। 25 নম্বর।
প্রিলি আর মেনের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রায় 60।
বাংলা আর ইংরেজির ডেসক্রিপটিভের টপিক। প্রায় 240।
পারসোনালিটি টেস্ট। 200।
বুঝতে পারছো? শুধু কাগজেই আছে প্রায় 500 নম্বর। কাগজ বাদ গেলে চাকরী হবেনা।
কাগজ ছাড়া নিজের চারপাশ সম্পর্কে কোনো পরিস্কার ধারণা হবেনা। সেটা যদি না হয় তবে মুখ থুবড়ে পড়বে পারসোনালিটি টেস্টে।
একজন যদি ইন্টারনেটের সাথে যোগাযোগ নাও রাখে শুধু কাগজ আর ওই কর্মক্ষেত্র দিয়েই তার পুরো পরীক্ষা পাশ হয়ে যাবে। কোনো ফেসবুকের গ্রুপ বা অন্যর সাজেশন দরকার নেই। এসব ততদিনই দরকার যতদিননা পরীক্ষার পদ্ধতি আর প্রিপারেশন নেবার উপায় না জানা হয়। জানা হয়ে গেলে নো নীড।এই কাগজ কীভাবে পড়তে হবে সেটার একটা আলাদা পোস্ট দেব। এবার ভাগটা দেখে নি।
মেন সহ যারা দেবে এবং চাকরি করেনা। আমি সাত দিন কে এক দুই করে লিখছি।
এক। সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, ইতিহাস দুই থেকে আড়াই ঘণ্টা,
বিকেলে, ইকনমিক্স দুই থেকে আড়াই ঘণ্টা। অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
দুই। সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, পলিটি দুই থেকে আড়াই ঘণ্টা,
বিকেলে, ভূগোল দুই থেকে আড়াই ঘণ্টা। অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
তিন। সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, ইতিহাস দুই থেকে আড়াই ঘণ্টা,
বিকেলে, ইকনমিক্স দুই থেকে আড়াই ঘণ্টা। অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
চার। সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, পলিটি দুই থেকে আড়াই ঘণ্টা,
বিকেলে, ইকনমিক্স দুই থেকে আড়াই ঘণ্টা। অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
পাঁচ। সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, ইতিহাস দুই থেকে আড়াই ঘণ্টা,
বিকেলে, ভূগোল দুই থেকে আড়াই ঘণ্টা। অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
ছয়। সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, অপশনাল দুই থেকে আড়াই ঘণ্টা,
একটা বাংলা আর একটা ইংরেজি ডেসক্রিপটিভ দুই থেকে আড়াই ঘণ্টা। সায়েন্স একটা বিষয়ের একটা চ্যাপ্টার।
সাত।সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, অপশনাল দুই থেকে আড়াই ঘণ্টা,
একটা বাংলা আর একটা ইংরেজি ডেসক্রিপটিভ দুই থেকে আড়াই ঘণ্টা। সায়েন্স একটা বিষয়ের একটা চ্যাপ্টার।
যারা। অপশনাল নিয়ে দেবেনা।
এক সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, ইতিহাস
বিকেলে ভূগোল দুই থেকে আড়াই ঘণ্টা, , অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
দুই সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, বিকেলে ইকনমিক্স দুই থেকে আড়াই ঘণ্টা, , অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
তিন সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, বিকেলে পলিটি দুই থেকে আড়াই ঘণ্টা, , অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
চার সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, বিকেলে ভূগোল দুই থেকে আড়াই ঘণ্টা, , অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
পাঁচ সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, বিকেলে ইকনমিক্স দুই থেকে আড়াই ঘণ্টা, , অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
ছয় সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ,বিকেলে পলিটি দুই থেকে আড়াই ঘণ্টা, , অঙ্ক আর জি আই পঁচিশটা করে।
সাত। সকালে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। খবরের কাগজ, বিকেলে বাংলা আর ইংরেজি ডেসক্রিপটিভ, সায়েন্স দুটো বিষয় একটা করে চ্যাপ্টার।
যারা চাকরি করে।
এখানে কয়েকটা বিষয় করলে ভালো। চাকরী করতে একবার চলে গেলে আর কোনো কাজ হওয়া মুশকিল। ফিরে এসে জোর করে বসা তো হয়। কিন্তু তাতে পরিশ্রম বেশী। আউটপুট কম। সেজন্য পড়ার বিষয়গুলো অফিসে যাবার আগেই করে নিতে হবে।তাই যত পারো ভোরে ওঠো। মোটামুটি চার সাড়ে চার ঘণ্টা হাতে রাখো।
এক সকালে অফিসে যাবার আগে। ইতিহাস আর ভূগোল। দু ঘন্টা করে।
দুই ইতিহাস আর পলিটি।
তিন ইকনমিক্স আর ভূগোল।
চার ইতিহাস ইকনমিক্স।
পাঁচ ইকনমিক্স আর পলিটি।
ছয় সায়েন্স দুটো বিষয় একটা করে চ্যাপ্টার।
কাগজ পড়ার কাজটা রাস্তায় আর অফিসে।
রাতে বাড়ি ফিরে। কাগজের লেখাগুলো করা আর অঙ্ক আর জি আই।
সাত। সকালে কাগজ। দুপুর। সারা সপ্তাহের বিষয় গুলো রিভিশন। রাতে ডেসক্রিপটিভ।
চাকরী যারা করেনা তারা পর পর দুই বা তিন সপ্তাহে নতুন পড়া পড়বে। তার পর এক গোটা সপ্তাহে আগের গুলু শুধু রিডিং দেবে। এতে রিভিশন হবে।
কোনো একদিন পড়া না হলে সেই পড়া পরের দিন করবেনা। পরের দিন যেটা আছে সেটা আগে করবে। নাহলে নতুন ও যাবে পুরুনোও যাবে।
পড়তে বসবে চেয়ার বা মাটিতে। খাটে না।
কোনোদিন অন্যান্য বিষয় বাদ গেলেও কাগজ যেন বাদ না যায়।আর সামাজিক অনুষ্ঠানগুলো একটু এড়িয়ে চলো।
তোমরা প্রথমে টেক্সট বইটা পড়বে। ইমপরট্যান্ট ইনফরমেশনগুলো খাতায় লিখবে। সব বিষয়ে এরকম একটা খাতা বানাবে। একটা খাতাতেই যাবতীয় কিছু থাকবে। ছড়িয়ে ছিটিয়ে যেন না থাকে।
বিষয়ভিত্তিক পোস্ট আমি দেবো। কাগজেরটাও। আজ যাই। কোনো সমস্যা হলে জানাও।

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

PART: 19 || #WBCS #2020 19TH OF #MAINS SERIES

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES