PART: 5 || #WBCS #2020 5TH OF #MAINS SERIES

বন্ধুরা,
আজকের পোস্ট কি পড়বো আর কতোটা জোর দেবো। আর কেন দেবো। আগে বলে রাখি , এই আলোচনাটা হবে আগের দিনের নম্বর ভাগ করবার ওপর ভিত্তি করে।আর সব পড়াশোনা হবে মেন পরীক্ষা টার্গেট করে।
মেনে অবজেকটিভে নম্বর ওঠে সবচেয়ে বেশি।সেটা আগে দেখে নাও।
1। মেনে ইতিহাসে আছে 100। প্রিলি ধরলে সেটা 150 তাই ইতিহাস তোমার পড়ার রুটিনে অন্তত সপ্তাহে পাঁচ দিন রাখতে হবে। এটা কোনো ভালো টেক্সট বই থেকে ধরে ধরে পড়ো। দিয়ে নিজের মতো খাতা বানাও।
2। ভূগোল। প্রিলি মেন মিলে আছে 125। এটাও সপ্তাহে অন্তত তিনদিন।পদ্ধতি একই।
3। ইকনমিক্স প্রিলি মেন মিলে 115। সপ্তাহে অন্তত তিন দিন।
4। পলিটি প্রিলি মেন মিলে 115। সপ্তাহে অন্তত তিন দিন।
5। অঙ্ক আর জি আই। প্রিলি মেন মিলে আছে 225 কিন্তু মনে রেখো অঙ্কতে আর জি আই তে নম্বর তোলার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্র্যাকটিসের ওপরে নির্ভর করছে সেটা। পরীক্ষার একমাস আগে ধরলে সেটা শেষ ও হবেনা আর স্পীডও হবেনা। 180 মিনিটে করতে হবে 200 টা। তাহলে স্পীড না হলে এখানে নম্বর উঠবেইনা। এখানে সপ্তাহে অন্তত পাঁচ দিন রোজ দুঘণ্টা করে থাকবে।
6। বাংলা আর ইংরেজি 200 করে মোট 400 ডেসক্রিপটিভ। এই দুটো বিষয় প্র্যাকটিস করতে হবে সারাবছর। কেননা। যে সমস্ত বিষয় গুলোর ওপর লিখতে দেওয়া হয়। খুব সম্ভাবনা আছে সেটা তুমি বই মুখস্থ করে কমন পাবেনা। এর জন্য যেটা দরকার সেটা হল নিজের লেখার ক্ষমতা তৈরি করা। সেটা থাকলে পরীক্ষার হলে যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারবে। যদি না থাকে তাহলে পারবেনা। আমাকে অনেকে ফোন করে তোমরা জিগেস করো যে বাংলাতে কোন বই পড়বো। এটাই ভুল। বই পড়ে লেখার ক্ষমতা হবেনা। লেখা শিখতে হলে নিজে পেন ধরো। প্রয়োজনে খবরের কাগজ থেকে বিষয় বেছে নাও। সেটাই আবার নিজের ভাষায় লেখো।
বাংলা আর ইংরেজি অন্তত সপ্তাহে দুদিন লেখা প্র্যাকটিস করো।
7। সায়েন্স। সবাই আমাকে এই বিষয়ে প্রশ্নটা বেশী করে। করার কারনটা আমি জানি। এ বিষয়টা অচেনা আর আনসার্টেন। কিন্তু এটা আমি যখন জিগেস কযি ইতিহাস বা ভূগোল তোমার কতটা হল কেউ জবাব দিতে পারেনা।
দেখো। একটা যেকোনো সায়েন্স সাবজেক্টে নম্বর বড়জোর তিরিশ। তাহলে কোনটায় তুমি বেশী সময় দেবে। তিরিশে নাকি দেড়শো ? এটাই বলছি প্রায়োরিটি ঠিক করা। তাবলে এটা বাদ না। গ্রুপ এ তে এই বিষয়টাও ম্যাটার করে। কিন্তু কোনটা আগে। আর কোনটা বেশি। সেটাই ভাবো। তুমি অঙ্ক করারই সময় পাওনা। তাহলে ফিজিক্স নিয়ে এত চাপ না নিয়ে একটু অঙ্কটা বেশী করো। আপাতত সায়েন্স সপ্তাহে একদিন চলবে। আগে বড়োগুলো শেষ হোক।
8। অপশনাল। 400 ডেসক্রিপটিভ। এর পড়াটাও প্রিলির আগে অন্তত অর্ধেকটা হয়ে যাওয়া উচিত। প্রথম কয়েকমাস কমপালসারি টা এগোও। তারপর এটা ঢোকাও।
এই গেল নম্বর অনুযায়ী সময় দেবার গল্প। এবার পরের পোস্টে একটা ভালো রুটিন দেবার চেষ্টা করছি। কারোর সমস্যা থাকলে জানাও। তাড়া দিওনা।সব সাবজেক্ট ধরেই পোস্ট দেব আমি।আর সেসবের কারণও দেব।

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

PART: 19 || #WBCS #2020 19TH OF #MAINS SERIES

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES