PART: 22 || #WBCS #2020 22ND OF #MAINS SERIES
মেনের জন্য অপশনাল সাবজেক্ট কীভাবে চয়েস করবে।
বন্ধুরা, WBCSগ্রুপ A B নিয়ে যারা পরীক্ষা দেবে তাদের একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়। এখানে একটা সাবজেক্টে চারশো নম্বর থাকে। দুশো করে দুটো পেপার।চাকরী পেতে এই নম্বরটাও বেশ দরকার।এটা পছন্দ করাও বেশ কঠিন হয়। কনফিউশন হয়।সেখানে নীচের বিষয়গুলো খেয়াল রাখতে পারো।
1) প্রথম যেটা মনে রেখো, যে এই পরীক্ষাতে পাশ করবার একটাই উপায় হলো নম্বর পাওয়া।আর কোনো কিছুই এখানে ম্যাটার করে না। গ্র্যাজুয়েট হলেই চলে। তাই পড়াটা যতটা সম্ভব গুছিয়ে নিতে হবে। এখানে সবচেয়ে কঠিন কাজ হলো সিলেবাস ম্যানেজমেন্ট। পড়তে বা বুঝতে তুমি পারবে।কিন্তু গোছাতে হবে সেটা।সেসব নিয়ে আগে বিস্তারিত বলেছি 21 টা পোস্টে। আজ অপশনালটা নেবার বেলায় কি ভাবতে হবে দেখো।
A) কত সহজে নম্বর তোলা রবে ও কত তাড়াতাড়ি শেষ হবে।
C) সিলেবাসের বোঝা যাতে না বাড়ে।
D) যে বিষয়টা নিচ্ছো সেটার বিগত বছরের প্রশ্ন, পড়ার বই, মডেল উত্তর যেন সহজে পাওয়া যায়।
E) বিষয়টা যেন সহজে সেল্ফ স্টাডি করা যায়।
তাহলে কি কি নেওয়া যেতে পারে।
এক। যার যেটা অনার্সে ছিল সেটা ভাবা যেতে পারে।তবে সায়েন্স থেকে সাধারণত নেয় না তেমন। নিলেও নিজের দমে নিতে হবে।
বাকি রইলো চলতি কিছু সাবজেক্ট। যেমন সোসিওলজি, ফিলসফি, ইতিহাস, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স। এখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর তোমার কম্পালসারির কেমন প্রিপারেশন, যদি অঙ্ক সহ বাকি বিষয়গুলোতে নম্বর বেশী আসার সম্ভাবনা থাকে তাহলে অপশনাল শুধু নিতে হয় বলে নেবে। সেখানে ইতিহাস ভাল হবে। কেননা ইতিহাসে তোমাকে তিনশ নম্বর এমনিতেই পড়তে হবে। বাকি থাকে একশো।
তবে এখন ইতিহাসের প্রশ্নের ধরন বদলে গিয়েছে বলে ভয় পাচ্ছে অনেকে। সেখানে মনে রাখতে হবে। ধরন সবারি বদলেছে। টেক্সট বই পড়ে নিজে উত্তর লেখা প্র্যাকটিস করলে অসুবিধা একেবারে নেই।
সোসিও বা অ্যানথ্রোপোলজিও ভালো। কিন্তু সেখানে চারশো নম্বর নতুন করে পড়তে হবে। অনেক ক্ষেত্রে গাইড ও চাই। এখানে ইতিহাসের থেকে নম্বর বেশী তোলা যাবে। কিন্তু মনে রেখো চারশো নম্বর নতুন করে পড়তে হবে। যেটা কম্পালসারি শেষ করে পড়া ভালোই চাপের। কিন্তু পড়তে পারলে বা সময় বেশী দিলে লাভ এখানে বেশি।
অপশনালের পড়া প্রিলির আগেই অন্তত একটা পেপার শেষ করে রাখো। নাহলে মেনের আগে চাপ পড়ে যাবে।তবে কম্পালসারি অন্তত ততক্ষণে শেষের কাছাকাছি থাকতে হবে।
মোট কথা তোমার উদ্দেশ্য হবে নম্বর। যে কোনো ভাবে নম্বর বাড়ানো।
বন্ধুরা, WBCSগ্রুপ A B নিয়ে যারা পরীক্ষা দেবে তাদের একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়। এখানে একটা সাবজেক্টে চারশো নম্বর থাকে। দুশো করে দুটো পেপার।চাকরী পেতে এই নম্বরটাও বেশ দরকার।এটা পছন্দ করাও বেশ কঠিন হয়। কনফিউশন হয়।সেখানে নীচের বিষয়গুলো খেয়াল রাখতে পারো।
1) প্রথম যেটা মনে রেখো, যে এই পরীক্ষাতে পাশ করবার একটাই উপায় হলো নম্বর পাওয়া।আর কোনো কিছুই এখানে ম্যাটার করে না। গ্র্যাজুয়েট হলেই চলে। তাই পড়াটা যতটা সম্ভব গুছিয়ে নিতে হবে। এখানে সবচেয়ে কঠিন কাজ হলো সিলেবাস ম্যানেজমেন্ট। পড়তে বা বুঝতে তুমি পারবে।কিন্তু গোছাতে হবে সেটা।সেসব নিয়ে আগে বিস্তারিত বলেছি 21 টা পোস্টে। আজ অপশনালটা নেবার বেলায় কি ভাবতে হবে দেখো।
A) কত সহজে নম্বর তোলা রবে ও কত তাড়াতাড়ি শেষ হবে।
C) সিলেবাসের বোঝা যাতে না বাড়ে।
D) যে বিষয়টা নিচ্ছো সেটার বিগত বছরের প্রশ্ন, পড়ার বই, মডেল উত্তর যেন সহজে পাওয়া যায়।
E) বিষয়টা যেন সহজে সেল্ফ স্টাডি করা যায়।
তাহলে কি কি নেওয়া যেতে পারে।
এক। যার যেটা অনার্সে ছিল সেটা ভাবা যেতে পারে।তবে সায়েন্স থেকে সাধারণত নেয় না তেমন। নিলেও নিজের দমে নিতে হবে।
বাকি রইলো চলতি কিছু সাবজেক্ট। যেমন সোসিওলজি, ফিলসফি, ইতিহাস, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স। এখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর তোমার কম্পালসারির কেমন প্রিপারেশন, যদি অঙ্ক সহ বাকি বিষয়গুলোতে নম্বর বেশী আসার সম্ভাবনা থাকে তাহলে অপশনাল শুধু নিতে হয় বলে নেবে। সেখানে ইতিহাস ভাল হবে। কেননা ইতিহাসে তোমাকে তিনশ নম্বর এমনিতেই পড়তে হবে। বাকি থাকে একশো।
তবে এখন ইতিহাসের প্রশ্নের ধরন বদলে গিয়েছে বলে ভয় পাচ্ছে অনেকে। সেখানে মনে রাখতে হবে। ধরন সবারি বদলেছে। টেক্সট বই পড়ে নিজে উত্তর লেখা প্র্যাকটিস করলে অসুবিধা একেবারে নেই।
সোসিও বা অ্যানথ্রোপোলজিও ভালো। কিন্তু সেখানে চারশো নম্বর নতুন করে পড়তে হবে। অনেক ক্ষেত্রে গাইড ও চাই। এখানে ইতিহাসের থেকে নম্বর বেশী তোলা যাবে। কিন্তু মনে রেখো চারশো নম্বর নতুন করে পড়তে হবে। যেটা কম্পালসারি শেষ করে পড়া ভালোই চাপের। কিন্তু পড়তে পারলে বা সময় বেশী দিলে লাভ এখানে বেশি।
অপশনালের পড়া প্রিলির আগেই অন্তত একটা পেপার শেষ করে রাখো। নাহলে মেনের আগে চাপ পড়ে যাবে।তবে কম্পালসারি অন্তত ততক্ষণে শেষের কাছাকাছি থাকতে হবে।
মোট কথা তোমার উদ্দেশ্য হবে নম্বর। যে কোনো ভাবে নম্বর বাড়ানো।
Comments
Post a Comment
Your valuable comments give me the Inspiration to write such kind of crucial post. So, don't forget to write a comment after reading each post. However, please don't comment absurd word which hurt me.