PART: 9 || #WBCS #2020 9TH OF #MAINS SERIES
Translation from bengali to english and english to bengali.
বন্ধুরা,
এসো আজ দেখে নি ট্রানসিলেশন কিভাবে করবো। বাংলা থেকে ইংরেজী অথবা ইংরেজি থেকে বাংলা অনুবাদে থাকে 40 করে 80 নম্বর। এখানে নম্বর পাওয়াটা জরুরি।সেটা নিয়ে আজকের পোস্ট।
1। অনুবাদের যে যে বিষয় গুলো খেয়াল করতে হবে তার মধ্যে প্রথম হল টেনস। মানে ক্রিয়াপদের কাল। এটা বুঝতে গেলে কোনো গ্রামার বই দেখতে পারো। আসল অনুচ্ছেদটি যে কালে হয় তোমার অনুবাদও সেই কালে হবে। নাহলে কিন্তু উত্তর ভুল।
2। বাক্য ধরে ধরে অনুবাদ করো। শব্দ ধরে করো। ভাবানুবাদ না।
3। যেখানে যে শব্দ বরা আছে সেখানে সেই শব্দটাই ব্যবহার করো। জোর করে কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে মানেটাই বদলে যায়।
ধরো দিয়েছে
তার চোখ দিয়ে জল বের হয়ে গেল।
Tears came out of his eyes
তিনি কেঁদে ফেললেন.
He cried.
তার চোখ ফেটে জল বেরিয়ে এল।
Tears broke out of his eyes.
তাহলে খেয়াল করতে হবে কোথায় কোন শব্দটা ব্যবহার করতে হবে।
যেমন ধরো,
Simple past tense
রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের প্রশংসা করিয়াছিলেন।
Rabindranath praised about vidyasagar
Present perfect tense
রবীন্দ্রনাথ বিদ্যাসাগর র প্রশংসা করেছেন।
Rabindranath has praised about vidyasagar.
আরো সহজে বলি।
Simple present
আমি খাই i eat
Present continuous
আমি খাইতেছি i am eating
Present perfect
আমি খাইয়াছি i have eaten
Present perfect continuous
আমি কিছু সময় ধরিয়া খাইতেছি i have been eating.
এইরকম অতীত বা ভবিষ্যত কালেও এই ভাগ হবে। যে অনুচ্ছেদ যে কালে সেটা সেই কালেই উত্তর হবে। আবার আরেকটা জিনিস বলি।
ধরো বলেছে
তোমরা আমাকে প্রায় দেখতে আসতে আর আমি খুব খুশি হতাম।
এটা অনেকে লেখে
You came to see me which was the cause of my happiness. এটা কিন্তু ভূল। কোথাও বলা নেই যে তোমাদের আসা আমার খুশির কারন। তাহলে যে বাক্যর যা মানে হয়। সেটাই শব্দ ধরে করতে হবে এর উত্তর।টেনস আর যেখানে ঠিক যে শব্দ বলতে চাওয়া হয়েছে সেটাই বলতে হবে।
এয পরের পোস্ট সারমর্ম নিয়ে।
গ্রামারের সাধারণ মুলগুলো নিয়ে সচেতন হতে P K De Sarkar এর বই এর কমন এরর বলে একটা অংশ আছে দেখে নাও। আর যত বেশি বই পড়বে তত তোমার বাক্যর গঠন আর শব্দর ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা হবে।
Comments
Post a Comment
Your valuable comments give me the Inspiration to write such kind of crucial post. So, don't forget to write a comment after reading each post. However, please don't comment absurd word which hurt me.