Polity Concept- Writs

এগুলি এক ধরনের নির্দেশ যা কোনো higher authority তাঁর নিচে থাকা লোকজনদের ওপর প্রয়োগ করে। এক কথায় মাথার ওপর ছড়ি ঘোরানো।
তা এই ছড়ি ঘোরায় কে?
Article 32 এর সাহায্যে সুপ্রিম কোর্ট এবং Article 226 এর প্রয়োগ করে হাই কোর্ট।
এই নির্দেশ কত ধরনের হয়?
পাঁচ রকম।
1. Habeas Corpus —এর মানে To have the body
ধর তোমাকে আটক করা হল। এই রিট ইস্যু করে তোমাকে কোর্টে তোলবার নির্দেশ দেওয়া হল সেই কর্তৃপক্ষকে যিনি তোমাকে আটক করে রেখেছেন। এবারে কোর্ট খতিয়ে দেখবেন তুমি দোষী কিনা এবং দোষী সাব্যস্ত না হলে তোমাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
2. Mandamus — এর মানে We Command
ধর তুমি সরকারী কর্মচারী। তুমি তোমার বসের কথা শুনে অফিসের কাজ ঠিক মতন করছ না। কোর্ট তোমার নামে রিট ইস্যু করে তোমাকে সেই কাজটি করতে বাধ্য করাতে পারে।
3. Prohibition— এর মানে To forbid
ধর কোনো কোর্ট একটি মামলা হাতে নিয়েছে যেটা তার আয়ত্তের বাইরে। হাই কোর্ট অথবা সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রিট ইস্যু করে সেই কাজটিতে বাধা দিতে পারে।
4. Certiorari — এর মানে To certify
ধর Prohibition রিট ইস্যু করার আগেই নিচু কোর্ট তার মামলাটি সেরে ফেলেছে অথবা সেই মামলাটি চলছে। এই অবস্থায় হাই কোর্ট অথবা সুপ্রিম কোর্ট রিট ইস্যু করে সেই মামলাটি নিজের ছত্রছায়ায় নিতে পারেন অথবা নিচু কোর্টের রায়কে বাতিল ঘোষণা করতে পারেন।
5. Quo Warranto— এর মানে By what warrant
ধর কোনো সরকারী অফিসে কোনো ভুয়ো কর্মচারী ধরা পড়ল। কোর্ট এক্ষেত্রে রিট ইস্যু করে সেই কর্মচারীর বৈধতা খতিয়ে দেখল। তবে এই রিট রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।
                        Explained By Dipayan Ganguly

Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES

বিজ্ঞান ও প্রযুক্তি