ইকনমির কন্সেপ্ট— Gross Domestic product
বইয়ের ভাষায় Gross Domestic product বা GDP হল The money value of all the final goods and services produced in the domestic territory of a country in a year’s time
অর্থাৎ কোনো এক বছরে দেশের এলাকার মধ্যে মোট যত টাকার দ্রব্য বা পরিষেবা উৎপন্ন হচ্ছে তাকেই আমরা বলছি Gross Domestic product, এখানে Gross বলতে মোট বোঝাচ্ছে এবং Domestic শব্দটি দেশের এলাকার মধ্যে উৎপন্ন product এর কথা বলছে।
এলাকা বলতে আমরা কি বুঝি? ভারতের ক্ষেত্রে কি শুধু কাশ্মীর থেকে কন্যাকুমারী? না, ওটা তো রাজনৈতিক সীমানা হয়ে গেল। এলাকা বলতে দেশের সীমানার বাইরের জায়গাকেও বোঝাচ্ছে যেখানে ভারতীয়রা জাহাজ, উড়োজাহাজ , মাছের আড়ত চালাচ্ছে।
ধর ভারতে ১০০ টাকা মূল্যের ১০ টি দ্রব্য এবং ২০০ টাকা মূল্যের ২০ টি পরিষেবা তৈরি হচ্ছে ১ বছরে। তাহলে,
GDP= ১০০*১০ + ২০০*২০= ৫০০০/—
তার মানে প্রতি বছর দেশের GDP কি ৫০০০ টাকাই থাকবে? তা কি করে? প্রতি বছর যেমন দ্রব্য ও পরিষেবার পরিমাণ পরিবর্তন হয়, তেমনি জিনিসপত্রের দাম ও তো বাড়ে। কাজেই GDP কেবল এক রকমের হতে পারে না। তাহলে এই GDP হয় কত প্রকার?
ক) GDP at Current prices
Current অর্থাৎ সেই সময়ে বাজারে যে দাম চলছে, তার ভিত্তিতে যখন GDP এর হিসাব করলে, তখন তাকে বলা হয় GDP at Current prices। এটিকে GDP at Market Prices ও বলা হয়। অর্থাৎ Olx এ বেচে দিলে, যে দাম পাওয়া যাবে আর কি।
খ) GDP at constant prices
কোনো বছরের fixed price এর সাপেক্ষে যখন GDP এর হিসাব করা হয়, তখন তাকে বলা হয় GDP at constant prices। এটা কেন কষা হয়? তুলনা করার জন্য। অর্থাৎ অমুক বছরে অমুক সরকারের সময় এত GDP ছিল, আমরা গদিতে আসবার পরে এত GDP হয়েছে— এটা ঢাক ঢোল পিটিয়ে বলার জন্য।
GDP at Factor Cost
GDP at Current prices অর্থাৎ GDP at Market Prices কি কখনও সঠিক হিসাব দিতে পারে? কি করে দেবে? দ্রব্য ও পরিষেবা উৎপন্ন করতে যা খরচ হয়, তার চাইতে এদের মূল্য তো অনেক বেশি। কেন? ট্যাক্স বা কর যে এই খরচের সাথে জুড়ে যাচ্ছে। তার মানে GDP এর সঠিক হিসাব কষতে এই কর বা Indirect tax কে বাদ দিতে হবে। ঠিক যেমন তোমার মোট বেতনের চাইতে তোমার হাতে আসা মাস মাইনেটি বেশি গুরুত্বপূর্ণ।
তার মানে,
Actual GDP = GDP at Market prices- Indirect Taxes হওয়া উচিত।
কিন্তু এখানেও আরেকটি বিষয় এড়িয়ে গেলে চলবে না। এটি হল ভর্তুকি বা subsidies, যা সরকার চাষিভাইদের দিয়ে থাকে। এটি তো সরকারেরই টাকা, যা ফি বছর ব্যয় করা হচ্ছে চাষিদের বাঁচাতে। তাহলে এটি তো GDP এর হিসাবের মধ্যে ধরতে হবে।
কাজেই,
GDP (F) = GDP (M) – Indirect Taxes + Subsidies
এখানে GDP (F) হল GDP at Factor Cost, অর্থাৎ মোটামুটিভাবে দেশের GDP এর যথাযথ হিসাব।
Written By Dipayan Ganguly (WBCS EXE)
Comments
Post a Comment
Your valuable comments give me the Inspiration to write such kind of crucial post. So, don't forget to write a comment after reading each post. However, please don't comment absurd word which hurt me.