Posts

Showing posts from October, 2018

পলিটির কন্সেপ্ট— Finance Commission

সরকারের টাকা রোজগারের তো এত পথ রয়েছে— অমুক ট্যাক্স, তমুক সেস, হমুক ডিউটি। তা হলে Finance Commission এর কি দরকার রে বাপু? কেন দরকার হবে না। ব্যাচেলর পোলার শুধু টাকা রোজগার করলেই চলবে? বিয়ে থা করে খরচ করতে হবে না? না হলে কি সমাজ মেনে নেবে? এই Finance Commission ও অনেকটা সেরকম। সরকার যে টাকা রোজগার করে আনে সেটি রাজ্যেগুলির মধ্যে কিভাবে ভাগ হবে অথবা Consolidated Fund of India এর grants-in-aid এর টাকাগুলি গরিব রাজ্যদের মধ্যে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, তার প্রস্তাব রাখা, একেবারে সুদক্ষ গিন্নির মত। তা না হলে তো রাজ্যগুলি কিছুই পাবে না, নেতারা ওপর মহলে থেকে সব খেয়ে ফাঁক করে দেবে। তা এই Finance Commission কে নিয়োগ করেন? নাম যেহেতু Commission, কাজেই এর নিয়োগ করেন রাষ্ট্রপতি। সংবিধানের ২৮০ নং ধারা বলে যে দেশে একটি Finance Commission গঠন করতে হবে প্রতি ৫ বছর অন্তর অথবা রাষ্ট্রপতি যে সময়সীমা সঠিক বলে মনে করবেন, সেই অনুযায়ী। এতে একজন চেয়ারপার্সন এবং ৪ জন সদস্য থাকবেন যাদেরও রাষ্ট্রপতি নিয়োগ করবেন। এই কমিশন যে যে প্রস্তাবগুলি দেবে রাষ্ট্রপতিকে, সেটা আগেই বলেছি। বর্তমানে কত নম্বর অর্...

ইকনমির কন্সেপ্ট— Gross Domestic product

বইয়ের ভাষায় Gross Domestic product বা GDP হল The money value of all the final goods and services produced in the domestic territory of a country in a year’s time অর্থাৎ কোনো এক বছরে দেশের এলাকার মধ্যে মোট যত টাকার দ্রব্য বা পরিষেবা উৎপন্ন হচ্ছে তাকেই আমরা বলছি Gross Domestic product, এখানে Gross বলতে মোট বোঝাচ্ছে এবং Domestic শব্দটি দেশের এলাকার মধ্যে উৎপন্ন product এর কথা বলছে। এলাকা বলতে আমরা কি বুঝি? ভারতের ক্ষেত্রে কি শুধু কাশ্মীর থেকে কন্যাকুমারী? না, ওটা তো রাজনৈতিক সীমানা হয়ে গেল। এলাকা বলতে দেশের সীমানার বাইরের জায়গাকেও বোঝাচ্ছে যেখানে ভারতীয়রা জাহাজ, উড়োজাহাজ , মাছের আড়ত চালাচ্ছে। ধর ভারতে ১০০ টাকা মূল্যের ১০ টি দ্রব্য এবং ২০০ টাকা মূল্যের ২০ টি পরিষেবা তৈরি হচ্ছে ১ বছরে। তাহলে, GDP= ১০০*১০ + ২০০*২০= ৫০০০/— তার মানে প্রতি বছর দেশের GDP কি ৫০০০ টাকাই থাকবে? তা কি করে? প্রতি বছর যেমন দ্রব্য ও পরিষেবার পরিমাণ পরিবর্তন হয়, তেমনি জিনিসপত্রের দাম ও তো বাড়ে। কাজেই GDP কেবল এক রকমের হতে পারে না। তাহলে এই GDP হয় কত প্রকার? ক) GDP at Current prices Current অর্থাৎ স...

ইকনমির কন্সেপ্ট— Public Finance (Basics)

এখানে Public বলতে সরকারকে বোঝানো হচ্ছে, এবং Finance এর অর্থই হল অর্থ। কাজেই Public Finance বলতে সরকারের অর্থ বা টাকাপয়সা বোঝাচ্ছে। Dalton সাহেব সহজ ভাষায় এর সংজ্ঞা দিয়েছিলেন। এইবারে প্রশ্ন হল— Public Finance এর কতগুলো দিক রয়েছে। উত্তর হল— চারটি। ১) Public Revenue ২) Public Expenditure ৩) Public Debt ৪) Financial Administration একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ১) Public Revenue — ইকনমির ভাষায় Revenue বলতে Income বোঝানো হয়। তাহলে Public Revenue হল সরকারের Income বা আয়। সরকারের আয় কিভাবে হয়? দুভাবে— Tax Revenue এবং Non-Tax Revenue Tax Revenue টা কি? কর বসিয়ে সরকারের যে আয় হয় তাকে বলে Tax Revenue । সরকার এই কর কার ওপর বসায়? আম আদমির ওপর। এই কর কত রকমের হয়? দুই রকমের— Direct Tax এবং Indirect Tax। Direct Tax এর সবচাইতে সহজ উদাহরণ হল Income Tax যা সরাসরি আম আদমির পকেট কেটে নেওয়া হয়। Sales Tax অথবা এখনকার যুগে GST হল Indirect Tax এর উদাহরণ। সরকার এইগুলো সরাসরি আম আদমির ওপর না চাপালেও দোকানদারেরা এই করের বন্দুকের নলটা আম আদমির দিকেই ঘুরিয়ে দেয়। এই কারণে একে Indirect Tax...

Polity Concept- Writs

এগুলি এক ধরনের নির্দেশ যা কোনো higher authority তাঁর নিচে থাকা লোকজনদের ওপর প্রয়োগ করে। এক কথায় মাথার ওপর ছড়ি ঘোরানো। তা এই ছড়ি ঘোরায় কে? Article 32 এর সাহায্যে সুপ্রিম কোর্ট এবং Article 226 এর প্রয়োগ করে হাই কোর্ট। এই নির্দেশ কত ধরনের হয়? পাঁচ রকম। 1. Habeas Corpus —এর মানে To have the body ধর তোমাকে আটক করা হল। এই রিট ইস্যু করে তোমাকে কোর্টে তোলবার নির্দেশ দেওয়া হল সেই কর্তৃপক্ষকে যিনি তোমাকে আটক করে রেখেছেন। এবারে কোর্ট খতিয়ে দেখবেন তুমি দোষী কিনা এবং দোষী সাব্যস্ত না হলে তোমাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। 2. Mandamus — এর মানে We Command ধর তুমি সরকারী কর্মচারী। তুমি তোমার বসের কথা শুনে অফিসের কাজ ঠিক মতন করছ না। কোর্ট তোমার নামে রিট ইস্যু করে তোমাকে সেই কাজটি করতে বাধ্য করাতে পারে। 3. Prohibition — এর মানে To forbid ধর কোনো কোর্ট একটি মামলা হাতে নিয়েছে যেটা তার আয়ত্তের বাইরে। হাই কোর্ট অথবা সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রিট ইস্যু করে সেই কাজটিতে বাধা দিতে পারে। 4. Certiorari — এর মানে To certify ধর Prohibition রিট ইস্যু করার আগেই নিচু কোর্ট তার মাম...