বিজ্ঞান ও প্রযুক্তি
Topic-1. ☼ মহাজাগতিক রশ্মি || Cosmic_Rays
=============================================================================================
মহাজাগতিক রশ্মি হলো খুব কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা বিকিরণ। নাম থেকেই বোঝা যায় এদের উৎপত্তি মহাশূন্য বা কসমসে উপস্থিত বিভিন্ন নক্ষত্র থেকে। উচ্চ শক্তি সম্পন্ন ধনাত্মক আয়ন বিশিষ্ট কণা দ্বারা এই রশ্মি গঠিত। সৌরজগতের বাইরে বিভিন্ন গ্যালাক্সি থেকে এগুলি আসে। প্রধানত প্রোটন, আলফা কণা এবং কিছু ভারী ধাতুর ধনাত্মক আয়ন দ্বারা এই রশ্মি গঠিত। সূর্য থেকে সামান্য কিছু মহাজাগতিক রশ্মি উৎপন্ন হয়। দূরবর্তী গ্যালাক্সি গুলি হল প্রথান উৎস। পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডল আছে তা কম্বলের মতো পৃথিবীকে এই রশ্মি থেকে রক্ষা করছে। ওজন স্তরের ক্ষয়ে বিশেষ ভূমিকা পালন করে এই মহাজাগতিক রশ্মি। জীব দেহের ডিএনএ র গঠন পরিবর্তন করার ক্ষমতা রাখে এই রশ্মি। মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণায় হোমি জাহাঙ্গীর ভাবা আর বিক্রম সারাভাই উল্লেখ যোগ্য ভূমিকা রেখেছেন।
Topic-2. ☼ তিমি মাছ (Whales) বায়ুতে শ্বাস নেয়, তাহলে সমুদ্রের তীরে যখন কোনো তিমি মাছ আটকে যায় সেটি মারা যায় কেন?
========================================================================================================
কতগুলি কারণে এটি হয়ে থাকে।
১. তিমি মাছের কঙ্কাল (Skeletal System) খুব ভঙ্গুর ও ছিদ্রময় (Brittle and Porous), কারণ সমুদ্রের ভেতরে থাকার সময় জলের প্লবতা (Buoyancy) তিমির বিশাল ওজনকে সাহায্য করে ফলে তিমিমাছ জলের ভেতরে অনায়াসে সাঁতার কাটতে পারে। কিন্তু পাড়ে আটকে গেলে প্লবতার অবর্তমানে মাধ্যাকর্ষণ শক্তি (Gravity) তিমির দেহের উপর বিশাল চাপের সৃষ্টি করে। ফলে তার দেহের আভ্যন্তরীন অঙ্গ গুলি পিষে যায়। সাথে শ্বাস কার্য চালানোর জন্য ফুসফুসের যে সম্প্রসারণ প্রয়োজন তা তারা করতে পারে না।
২. তিমির ত্বকের অভ্যন্তরে যে Blubber থাকে তা heat insulator হিসেবে কাজ করে যা শীতল সমুদ্র স্রোত থেকে তিমিকে রক্ষা করে। কিন্তু পাড়ে আটকে গেলে এই ব্ল্যাবার এর কারণে তাদের দেহ বেশি উত্তপ্ত হয়ে ওঠে ফলে শরীরে Dehydration শুরু হয় সাথে Sunburn ও অন্যান্য ত্বকের সমস্যা শুরু হয়।
Comments
Post a Comment
Your valuable comments give me the Inspiration to write such kind of crucial post. So, don't forget to write a comment after reading each post. However, please don't comment absurd word which hurt me.