WBCS 2022 প্রিলিমিনারি কাট অফ বিশ্লেষণ

 WBCS 2022 প্রিলিমিনারি কাট অফ বিশ্লেষণ:-

=============================

"দের আয়ে পার দুরুস্ত আয়ে" , দেরি করেই হোক কিন্তু যথাযত বিশ্লেষণ হোক - এই কথাকে মাথায় রেখে একটু দেরিতেই বিশ্লেষনটি করলাম।প্রথমেই বলে রাখি "কাট অফ" একটি আপেক্ষিক ধারণা। বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এই কাট অফ প্রত্যেক বছর পরিবর্তন হয়। মূলত যে তিনটি বিষয়ের উপরে Cut-Off নির্ভর করে সেগুলি হল:-
1) প্রশ্নপত্রের মান
2) কতজন পরীক্ষার্থী কে পাস করানো হচ্ছে
3) প্রতিযোগিতার মান(যেটা প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে)
তাহলে দেখে নেওয়া যাক বিগত কয়েক বছরে ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে জেনারেল কাট অফ কিরকম হয়েছে:-
2014-102
2015 - 113
2016 - 84
2017 - 111
2018 - 97
2019 - 105
2020 - 127
2021 - 121
2022 - ???
এখানে দেখা যাচ্ছে 2020 ও 2021 সালকে বাদ দিলে 2014 এর পরে কাট অফ কিন্তু 115 ও পার করেনি কখনো।
এবারে দেখা যাক শেষ কয়েক বছরে কতজনকে প্রিলিমিনারিতে পাস করানো হয়েছে:-
2014:-4354
2015 - 5269
2016 - 6185
2017 - 7922
2018 - 11036
2019 - 15997
2020 - 4690
2021 - 3833
2022 - ???
দেখা যাচ্ছে PSC কিন্তু 2014 এর ট্রেন্ড ফলো করছে। 2020 বা 2021 এ যেমন পরীক্ষার্থী ডাকা হয়েছে অর্থাৎ আগে যেমন(2014 পর্যন্ত) 4000-5000 ডাকা হতো সেরকমই।
এখন দেখা যাক শেষ কয়েক বছরে WBCS এ মোট কতো Vacancy ছিল:-
2014:- 598 (A-145,B-37,C-337,D-79)
2015 - 465(A-108,B-5,C-262,D-90)
2016 - 577(A-67,B-0,C-321,D-189)
2017 - 472(A-131,B-20,C-270,D-51)
2018 - 249(A-79,B-13,C-94,D-63)
2019 - 283(A-70,B-17,C-161,D-35)
2020 - 450+(এখন যেহেতু 1:10 অনুপাতে মেন্স পরীক্ষায় ডাকা হচ্ছে)
2021 - 380+(এখন যেহেতু 1:10 অনুপাতে মেন্স পরীক্ষায় ডাকা হচ্ছে)
এখানে দেখা যাচ্ছে গড় ধরলে 400 এর কাছাকাছি শূন্যপদ থাকে WBCS সব গ্রুপ মিলিয়ে(ব্যতিক্রম 2018 ও 2019)
এবারে দেখা যাক বিগত কয়েক বছরে মেন্স পরীক্ষায় কতজনকে ডাকা হয়েছে ও ফাইনাল পাস করেছে কতজন তার অনুপাত:-
2014 - 1 : 8.28
2015 - 1 : 11.33
2016 - 1 : 10.71
2017 - 1 : 16.78
2018 - 1 : 44.32
2019 - 1 : 56.53
2020 - 1 : 10 ( চেয়ারম্যান সাহেবের বক্তব্য)
2021 - 1 : 10 ( চেয়ারম্যান সাহেবের বক্তব্য)
এখানে 1:10 বা সর্বাধিক 1:15 এর মত গড় ধরেই আমাদের এগোনো উচিত।
তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বছর সব বিষয়ই পরিবর্তিত হয়েছে সেটা কাট অফ হোক বা মেন পরীক্ষায় ডাক বা শূন্যপদ।এবারে আসি 2022 এর প্রশ্নপত্রের দিকে:-
English:- মাঝারি থেকে একটু কঠিন, 13-14 পাওয়া যায়
History & INM:- মাঝারি থেকে সহজ হয়েছে , 36-37 স্কোর করা যায়
Geography:- মাঝারি থেকে একটু কঠিন মানের হয়েছে, 13-14 পাওয়াই যায়
Maths & GI:- খুব সহজ হয়েছে, 20-21 পাওয়া যায়
Polity & Economy :- বলতে গেলে সহজ হয়েছে, 17-18 পাওয়া যায়
Science :- বেশ শক্ত হয়েছে, 8-9 পাওয়া যায়
Current Affairs:- বেশ সহজ হয়েছে 17-18 পাওয়া যায়
তাহলে সব মেলালে দেখা যাচ্ছে (13+36+13+20+17+8+17) = 124
দেখা যাচ্ছে ভালোভাবে পড়াশুনা করলে এবং মাথা ঠাণ্ডা রেখে উত্তর করলে 124 এর কাছাকাছি পাওয়া যায় এবারে।
উপরের অ্যানালাইসিস থেকে কয়েকটি সম্ভাবনার কথা মাথায় আসে সেগুলি হলো:-
1) যদি আগের বারের মত ডাকে(অর্থাৎ 3800-4000 এবং শূন্যপদ 380-400 থাকে) এবং 1: 10 অনুপাত বজায় রাখে তাহলে কাট অফ হতে পারে :- 125(+/-)2 অর্থাৎ 123-127 এর মধ্যে
2) যদি শূন্যপদ 500-550 থাকে তাহলে 5000-5500 ডাকতে পারে(1: 10 বজায় রেখে) তাহলে কাট অফ 121(+/-)1 অর্থাৎ 120-122 এর মধ্যে হতে পারে
*** যদি শূন্যপদ 2019 এর মত থাকে অর্থাৎ 270-280 এর মত এবং 1:10 অনুপাত বজায় রেখে 2700-2800 জনকে ডাকে তাহলে কিন্তু কাট অফ অনেকটাই বৃদ্ধি পেয়ে 130-131 এর কাছাকাছি চলে যাবে।
তবে আবারও বলছি যে "কাট অফ" একটি আপেক্ষিক নাম্বার যা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে, তাই কাট অফ নিয়ে চিন্তা না করে ভালোকরে প্রস্তুতি চালিয়ে যাও কারণ সামনেই 2023 এর প্রিলিমিনারী পরীক্ষা।আসা রাখি তোমরা নিশ্চয়ই সাফল্যলাভ করবে।
Final Prediction:- সব কিছু বিষয়কে আলোচনা করে এবং আমার নিজের ব্যক্তিগত মত নিলে আমার মনে হয় 2022 এর Preliminary CUT OFF জেনারেলদের জন্য 124-126 এর কাছাকাছি হওয়া উচিত।বাকিটা WBPSC ই নির্ধারণ করবে, আমরা শুধু একটু অনুমান করতে পারি।

MD Aaquel Khan , WBCS 2017

===============================================================
===============================================================

যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রের মান নির্ভর করে নিম্নলিখিত ৩ টি মানের প্রশ্ন বিন্যাসের ওপর-
১) Easy
২) Moderate
৩) Hard
আজকের প্রশ্নপত্র অনুযায়ী, এই বিন্যাসের অনুপাত অনেকটা এই রকম
40:80:80
অর্থাৎ পরীক্ষার্থীরা ৪০ টি Easy, ৮০ টি Moderate এবং ৮০ টি Hard প্রশ্নের সম্মুখীন হয়েছে।
Easy প্রশ্নগুলির অন্তত ৯০ শতাংশ, Moderate এর অন্তত ৭৫ শতাংশ এবং Hard প্রশ্নগুলির অন্তত ৩০ শতাংশ সঠিকভাবে attempt করা উচিত বলে মনে করি। হিসাবটা এই রকম-
১) Easy- 0.9×40= 36
২) Moderate- 0.75×80= 60
৩) Hard- 0.3×80= 24
মোট- ১২০
অর্থাৎ মেইনের টিকিটসংখ্যার খুব একটা হেরফের না হলে কাটঅফ ১২০(UR) এর কাছাকাছি থাকা উচিত বলে মনে করি।

By Dipayan Ganguly


Comments

Popular posts from this blog

My Reasoning Videos which I recorded in CHESTA.

Current Affairs

PART:18 || #WBCS #2020 18TH OF #MAINS SERIES