Posts

Showing posts from September, 2019

PART: 23 || #WBCS #2020 23RD OF #MAINS SERIES

পড়াটা একটু গুছিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের সাথে অনেক আলাপ আলোচনার পর এটা কেন জানি না খুব মনে হয় যে WBCS এর জন্য কি পড়বো আর কতোটা। যেটা পড়ছি সেটা কি ঠিক? বেশী বা কম হচ্ছেনা তো? নাকি যেটা দরকার সেটাই বাদ চলে যাচ্ছে? যা পড়ছি সব ভুলে যাই। এইসব প্রশ্ন রোজ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমাদের। পড়তে বসতে গেলে এত বড়ো বই দেখে পড়ার আগ্রহটাই চলে যাচ্ছে।সেসব উত্তর খোঁজার জন্য এই পোস্ট। এখানে বলি, মোটামুটি গুরুত্বপূর্ণ সব সাবজেক্টে আমি পোস্ট করে সেটার কি কি ইমপরট্যান্ট চ্যাপ্টার পড়তে হবে সেটা বলেই দিয়েছিলাম।আর সেই সুত্রে বলি, এ পরীক্ষাতে পাশ করবার একটাই রাস্তা হল টেক্সট বই খুঁটিয়ে পড়া।এসো বাকিগুলো দেখি। কমপিটিটিভ ইনস্টিটিউটগুলো সেদিক দিয়ে কি পড়তে হবে আর কি হবেনা তার একটা ধারণা দেয়।কিন্তু মনে রেখো তার থেকেও বেশি ছেলে মেয়ে নিজে পড়ে চান্স পায়।সিনিয়রদের সাহায্য নিয়ে কিংবা ভালো বইটা পড়ে।তারাও তো পারে।কাজেই ইনস্টিটিউট জরুরি না।আর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যে সব স্ট্যান্ডার্ড টেক্সট বই লেখা হয়েছে সেগুলো সবই প্রায় দরকারী চ্যাপ্টারগুলো কভার করেই।হ্যাঁ দুটো চারটে বিষয় হয়তো বাদ গেলো কিন্তু তাতেও বিরাট কিছু পরি...

PART: 22 || #WBCS #2020 22ND OF #MAINS SERIES

মেনের জন্য অপশনাল সাবজেক্ট কীভাবে চয়েস করবে। বন্ধুরা, WBCSগ্রুপ A B নিয়ে যারা পরীক্ষা দেবে তাদের একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়। এখানে একটা সাবজেক্টে চারশো নম্বর থাকে। দুশো করে দুটো পেপার।চাকরী পেতে এই নম্বরটাও বেশ দরকার।এটা পছন্দ করাও বেশ কঠিন হয়। কনফিউশন হয়।সেখানে নীচের বিষয়গুলো খেয়াল রাখতে পারো। 1) প্রথম যেটা মনে রেখো, যে এই পরীক্ষাতে পাশ করবার একটাই উপায় হলো নম্বর পাওয়া।আর কোনো কিছুই এখানে ম্যাটার করে না। গ্র্যাজুয়েট হলেই চলে। তাই পড়াটা যতটা সম্ভব গুছিয়ে নিতে হবে। এখানে সবচেয়ে কঠিন কাজ হলো সিলেবাস ম্যানেজমেন্ট। পড়তে বা বুঝতে তুমি পারবে।কিন্তু গোছাতে হবে সেটা।সেসব নিয়ে আগে বিস্তারিত বলেছি 21 টা পোস্টে। আজ অপশনালটা নেবার বেলায় কি ভাবতে হবে দেখো। A) কত সহজে নম্বর তোলা রবে ও কত তাড়াতাড়ি শেষ হবে। C) সিলেবাসের বোঝা যাতে না বাড়ে। D) যে বিষয়টা নিচ্ছো সেটার বিগত বছরের প্রশ্ন, পড়ার বই, মডেল উত্তর যেন সহজে পাওয়া যায়। E) বিষয়টা যেন সহজে সেল্ফ স্টাডি করা যায়। তাহলে কি কি নেওয়া যেতে পারে। এক। যার যেটা অনার্সে ছিল সেটা ভাবা যেতে পারে।তবে সায়েন্স থেকে সাধারণত নেয় না তেমন। নিলেও নিজের ...

PART: 21 || #WBCS #2020 21ST OF #MAINS SERIES

বায়োলজির পোস্ট। বন্ধুরা, আজ এলাম বায়োলজি নিয়ে। বায়োলজির সিলেবাসটাও বাকি গুলোর তুলনায় খুব একটা ছোট নয়। এখানে মনে রাখার প্রয়োজন বেশি পড়বে। তাই নীচের কয়েকটা বিষয়ে টেবিল বানাতে পারো। 1। কোষের বিভিন্ন অংশ ও বিবরণ। একস্তর বা দ্বিস্তর পর্দাবিশিষ্ট অঙ্গানু। 2। বিভিন্ন রক্তকনিকার পরিচিতি ,শতকরা অবস্থান, ও কাজ। 3। বিভিন্ন প্রানী ও তাদের রেচনাঙ্গ। 4। চোখ কানের বিবরণ। 5। বিভিন্ন হরমোন, তাদের উতপত্তি, কাজ, কম বা বেশি ক্ষরণে ফলাফল। 6। বিভিন্ন মৌলের ও ভিটামিনের প্রয়োজন ও অভাবে কি হতে পারি। 6 । বিভিন্ন রুগ, কারণ, তাদের চেনার উপায় , সারানোর পদ্ধতি। 7 বিভিন্ন প্রাণী ও তাদের গমনাঙ্গ, শ্বসনাঙ্গ। মনে রাখবে। বায়োলজিতে প্রশ্ন উদাহরণ থেকে। বিভিন্ন একশেপশন থেকে বেশি হবে। এখানেও তোমরা টাটা ম্যাগ্রহিতে বা, আর কোনো ইংরেজি বই পড়ো। Cell theory. - Basic Unit of life: Cell as a basic unit of life; prokaryotic and eukaryotic cells, multicellular organisms; cell membrane and cell wall, cell organelles; chloroplast, mitochondria, vacuoles, endoplasmic reticulum, Golgi apparatus; nucleus, chromosomes...