Posts

Showing posts from August, 2018

Current Affairs

Topic-1: ====== মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করলেন, এরপর থেকে 'কন্যাশ্রী' প্রকল্পের আওতায় আসার জন্য পরিবারের আয়ের কোনো উর্দ্ধসীমা বিবেচনা করা হবে না। →এতদিন পর্যন্ত বাৎসরিক আয় ১.২০ লাখ কে উর্দ্ধসীমা হিসাবে ধরা হত; এর বেশী আয়যুক্ত পরিবারের ছাত্রীরা এই প্রকল্পের নথিভুক্তিকরণে আসতেন না। →এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের জন্য খুব শিগগিরি 'কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়' শুরু করতে চলেছে বলে তিনি জানিয়েছেন। →মূলত মেয়েদের মধ্যে শিক্ষার হারে বৃদ্ধি,আর্থিক সাহায্যপ্রদান,পরিণত বয়সের আগে বিয়ের হার ও স্কুলছুটের পরিমাণ কমিয়ে আনার উদ্দেশ্যে ২০১৩ এর অক্টোবরে চালু হওয়া এই প্রকল্পের আওতায় আজ ৫০ লক্ষ্যের নথিভুক্তিকরণ ঘটেছে এবং এই বিধিনিষেধ তুলে দেওয়ায় বাৎসরিক আরো নতুন তিন লক্ষ মেয়ে এই সুবিধা পাবে বলে তিনি জানিয়েছেন।এর ফলে স্কুলছুটের পরিমাণও ১১.৫ শতাংশ কমেছে। →উল্লেখ্য, জুন ২০১৭ তে এই প্রকল্প 'ইউনাইটেড নেশনস্ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড' এও সম্মানিত হয়েছে। Topic-2: ======= ছত্রিশগড়ের গর্ভনর বলরাম দাস ট্যাণ্ডনের মৃত্যুর পর, আনন্দিবেন প্যাটেল ছত্রিশগড়ের গর্ভনর হিস...

বিজ্ঞান ও প্রযুক্তি

Topic-1.   ☼ মহাজাগতিক রশ্মি || Cosmic_Rays ============================================================================================= মহাজাগতিক রশ্মি হলো খুব কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা বিকিরণ। নাম থেকেই বোঝা যায় এদের উৎপত্তি মহাশূন্য বা কসমসে উপস্থিত বিভিন্ন নক্ষত্র থেকে। উচ্চ শক্তি সম্পন্ন ধনাত্মক আয়ন বিশিষ্ট কণা দ্বারা এই রশ্মি গঠিত। সৌরজগতের বাইরে বিভিন্ন গ্যালাক্সি থেকে এগুলি আসে। প্রধানত প্রোটন, আলফা কণা এবং কিছু ভারী ধাতুর ধনাত্মক আয়ন দ্বারা এই রশ্মি গঠিত। সূর্য থেকে সামান্য কিছু মহাজাগতিক রশ্মি উৎপন্ন হয়। দূরবর্তী গ্যালাক্সি গুলি হল প্রথান উৎস। পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডল আছে তা কম্বলের মতো পৃথিবীকে এই রশ্মি থেকে রক্ষা করছে। ওজন স্তরের ক্ষয়ে বিশেষ ভূমিকা পালন করে এই মহাজাগতিক রশ্মি। জীব দেহের ডিএনএ র গঠন পরিবর্তন করার ক্ষমতা রাখে এই রশ্মি। মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণায় হোমি জাহাঙ্গীর ভাবা আর বিক্রম সারাভাই উল্লেখ যোগ্য ভূমিকা রেখেছেন। Topic-2.  ☼  তিমি মাছ (Whales) বায়ুতে শ্বাস নেয়, তাহলে সমুদ্রের তীরে যখন কোনো তিমি মাছ আটকে যায়...