Current Affairs
Topic-1: ====== মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করলেন, এরপর থেকে 'কন্যাশ্রী' প্রকল্পের আওতায় আসার জন্য পরিবারের আয়ের কোনো উর্দ্ধসীমা বিবেচনা করা হবে না। →এতদিন পর্যন্ত বাৎসরিক আয় ১.২০ লাখ কে উর্দ্ধসীমা হিসাবে ধরা হত; এর বেশী আয়যুক্ত পরিবারের ছাত্রীরা এই প্রকল্পের নথিভুক্তিকরণে আসতেন না। →এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের জন্য খুব শিগগিরি 'কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়' শুরু করতে চলেছে বলে তিনি জানিয়েছেন। →মূলত মেয়েদের মধ্যে শিক্ষার হারে বৃদ্ধি,আর্থিক সাহায্যপ্রদান,পরিণত বয়সের আগে বিয়ের হার ও স্কুলছুটের পরিমাণ কমিয়ে আনার উদ্দেশ্যে ২০১৩ এর অক্টোবরে চালু হওয়া এই প্রকল্পের আওতায় আজ ৫০ লক্ষ্যের নথিভুক্তিকরণ ঘটেছে এবং এই বিধিনিষেধ তুলে দেওয়ায় বাৎসরিক আরো নতুন তিন লক্ষ মেয়ে এই সুবিধা পাবে বলে তিনি জানিয়েছেন।এর ফলে স্কুলছুটের পরিমাণও ১১.৫ শতাংশ কমেছে। →উল্লেখ্য, জুন ২০১৭ তে এই প্রকল্প 'ইউনাইটেড নেশনস্ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড' এও সম্মানিত হয়েছে। Topic-2: ======= ছত্রিশগড়ের গর্ভনর বলরাম দাস ট্যাণ্ডনের মৃত্যুর পর, আনন্দিবেন প্যাটেল ছত্রিশগড়ের গর্ভনর হিস...