Posts

Showing posts from October, 2019

ইকনমির কন্সেপ্ট— Phillips Curve

Image
Written By: Dipayan Ganguly বাঘা বাঘা ইকনমিস্টরা দেশের GDP, Inflation, Per capita Income, Unemployment rate এর তথ্য নিয়ে Doctor Doctor খেলতে থাকেন। স্বাভাবিক ব্যাপার যে একটার সাথে আরেকটার সম্পর্ক নিয়ে এনারা নানারকম গ্রাফ তৈরি করেন এবং জ্যোতিষীদের মতন কোষ্ঠীর মধ্যে সম্পর্কের compatibility নির্ণয় করেন। ধর এনাদের সখ হয়েছে মুদ্রাস্ফীতি বা Inflation এর সাথে Unemployment এর বিয়ে দেবেন, থুড়ি সম্পর্ক যাচাই করে দেখবেন। এটা করতে গিয়ে inflation কে Y-axis বরাবর এবং unemployment কে X-axis বরাবর পুঁতে দিলেন। তথ্যভাণ্ডার থেকে নেওয়া তথ্যগুলো গ্রাফে পুঁততে গিয়ে পাওয়া গেল একটা downward sloping অথবা concave curve , খানিকটা অর্ধেক U এর মতন। যার মানে দাঁড়াল এই রকম— unemployment যত বাড়বে, Inflation তত কমবে। একেই বলে Phillips Curve এইবারে Phillips টিউবলাইটের আলোয় এর কারণের ওপর আলোকপাত করা যাক। দেশে বেকারের সংখ্যা যত বাড়তে থাকবে, তত মানুষের হাতে টাকা কম থাকবে। তত চাহিদা কমবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের পর্যন্ত দাম কমতে থাকবে, বিলাসবহুল দ্রব্যের তো বটেই। এর ফলে ধীরে ধীরে মুদ্রাস্ফীতি কমতে থ...